খবরদার! ধনতেরাসের দিন ভুলেও কিনবেন না এই ৭ টি জিনিস, নাহলেই ঘটবে বিপদ

বাংলা হান্ট ডেস্ক: দুর্গাপুজো শেষ হতে না হতেই এবার কালিপুজোর কাউন্টডাউন শুরু। আবার একটা উৎসব, আবার আলোর রোশনাই, সেই একই ভাবে ঢাকের বাদ্যির সুর। সব মিলিয়ে আবার হইহই রব। ইতিমধ্যেই দীপাবলির প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। আর দীপাবলি মানেই ঘর ভরে উঠবে আলোর সাজে। তবে, দীপাবলির আগেই আসে ধনতেরাস (Dhanteras)। এই শুভদিনে প্রায় অধিকাংশ হিন্দুদের মধ্যে সোনা কিংবা রুপো কেনার রীতি রয়েছে। তবে মনে রাখবেন এই বিশেষ দিনে কিছু অশুভ জিনিস কেনা থেকে বিরত থাকা উচিত। নইলে ঘটে অনর্থ, সংসারে পরে নেতিবাচক শক্তির প্রভাব।

ধনতেরাসের (Dhanteras) দিন কিনবেন না এই জিনিসগুলি:

বৈদিক পঞ্জিকা অনুসারে, ২০২৪-এ ধনতেরাস (Dhanteras) সম্পন্ন হবে ২৯ অক্টোবর অর্থাৎ আজ। এদিন সকাল ১০:৩১ মিনিটে শুরু হচ্ছে ধনতেরাসের শুভ যোগ। প্রায় প্রত্যেক হিন্দুদের বাড়িতেই এদিন লক্ষ্মী-গণেশের পুজো করা হয়। শাস্ত্র অনুসারে, এই বিশেষ দিনে বিশেষ কিছু জিনিস না কেনার পরামর্শ দেওয়া রয়েছে। নইলে লক্ষ্মী গণেশের রোষানলে পড়ে সংসারে সুখ শান্তি নষ্ট হতে পারে। সেইসাথে আর্থিক অনটন আপনার জীবনে জেঁকে বসবে।

১) লোহা: লোহা কিংবা লোহার তৈরি কোনও বস্তু ধনতেরাসের (Dhanteras) দিন কিনতে যাবেন না। ধর্মীয় বিশ্বাস অনুসারে, এই শুভদিনে এমন জিনিস কিনলে ঘরে বাস্তু দোষ লাগতে পারে। আর বাস্তুদোষের প্রভাবে সংসারের সুখ সমৃদ্ধি নষ্ট হয়ে যাবার সম্ভাবনা থাকে।

On the day of Dhanteras should not buy inauspicious things.

২) স্টিল: অনেকেই এদিন স্টিলের জিনিস কিনে থাকেন। কিন্তু প্রচলিত বিশ্বাস, এদিন স্টিলের কোনও কিছুই কেনা উচিত নয়। কারণ স্টিল হচ্ছে লোহার সংকর ধাতু। তাই এমন দিনে স্টিল কেনা থেকে বিরত থাকুন।

৩) ধারালো বস্তু: হিন্দুদের মধ্যে ধারণা রয়েছে যে এদিন যেকোনও ধাতু কিনলেই শুভ। কিন্তু তাই বলে ধারালো বস্তু কিনবেন এটা উচিত নয়। ছুরি হোক কিংবা কাঁচি কিংবা ছোট সূঁচ যাই হোক না কেন কোন কিছুই কিনতে যাবেন না। ধনতেরাসের দিন সৌভাগ্যের বদলে তৈরি হবে দুর্ভাগ্য। এই ধারালো বস্তুর প্রভাবে সংসারে আর্থিক অনটন শুরু হতে পারে।

আরও পড়ুন: ফের বাজিমাত ভারতের! দীপাবলির কেনাকাটায় পাত্তা পাচ্ছে না চিনা পণ্য, সামনে এল বড় আপডেট

৪) কালো জিনিস: যেকোনও শুভ কাজেই কালো রং থেকে বিরত থাকার পরামর্শ দেন সকলে। আসলে কালো রং হচ্ছে নেগেটিভ এনার্জির উৎস। তাই ধনতেরাসের মত শুভদিনে কালো কোন জিনিস কেনার ভুল করবেন না। এমনকি এদিন কালো পোশাক পরা থেকেও বিরত থাকুন।

৫) কাঁচের জিনিস: প্রচলিত বিশ্বাস অনুসারে, ধনতেরাসের (Dhanteras) দিন কাঁচের কোনও জিনিস কেনা উচিত নয়। কারণ এই ধাতুর সঙ্গে রাহুর সংযোগ রয়েছে। জন্মদিন হোক কিংবা বিয়ে বাড়ি আমাদের মধ্যে কাঁচের জিনিস উপহার হিসেবে দেওয়ার চল রয়েছে। কিন্তু এই ধাতুর প্রভাবে আপনার জীবনে রাহুর প্রভাব পড়তে পারে। তাই আজই সাবধান হয়ে যান।

আরও পড়ুন: ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতে ভারতের মুখ উজ্জ্বল করলেন চিরাগ! গড়লেন স্পেশাল রেকর্ড

৬) তেল: ধনতেরাসের (Dhanteras) মতো পবিত্র দিনে তেল কিংবা তৈলাক্ত যে কোনও জিনিস ঘি কিংবা মাখন না কেনারই পরামর্শ দেওয়া হয়। চেষ্টা করুন আগে থেকে এই জিনিসগুলো বাড়িতে কিনে এনে রাখার।

৭) খালি পাত্র: সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটি হচ্ছে সেটি হল খালি পাত্র। এমন দিনে ভুলেও কোনও খালি পাত্র কিনবেন না। মনে রাখবেন, এদিন কিন্তু আপনি ঘরে লক্ষ্মী গণেশের পূজো করছেন। এমন খালি পাত্র কেনার ফলে আপনার ওপর দেবদেবী ক্ষুব্ধ হতে পারেন। সেই সাথে আপনার অর্থ ভাণ্ডার শূন্য হয়ে যেতে পারে। তাই এই সমস্ত জিনিস কেনা এড়িয়ে চলুন।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর