বাংলা হান্ট ডেস্ক : রীতিমতো শহিদের মর্যাদা দেওয়া হচ্ছে তাঁকে। তাঁর হত্যার প্রতিবাদ জানাতে করা হচ্ছে মোমবাতি মিছিল। উত্তর প্রদেশের মাফিয়া আতিক আহমেদের হত্যার (Atiq Ahmed’s Murder Case) তাঁর স্মরণে মোমবাতি মিছিলের আয়োজন করল পশ্চিমবঙ্গের একটি ইসলামিক সংগঠন। এই মোমবাতি মিছিলের ছবি সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক।
সম্প্রতি খুন হন উত্তর প্রদেশের গ্যাংস্টার আতিক আহমেদ ও তাঁর ভাই। তাঁর হত্যার পর বিভিন্ন মহল থেকে মিশ্র প্রতিক্রিয়া সামনে আসছে। অনেকেই খুশি আতিকের মত কুখ্যাত এক অপরাধী নিকেশ হওয়ায়। আবার একাধিক মহল থেকে বিরূপ মতও পোষণ করেছে। একাংশের দাবি, আতিক অপরাধি হলে তাঁকে শাস্তি দেওয়া সংবিধানের কাজ। কিন্তু পুলিসি নিরাপত্তার মধ্যেও তাঁকে যভাবে হত্যা করা হয়েছে তা নিন্দনীয়।
এরই মধ্যে পশ্চিমবঙ্গের ইসলামপুরের রাজা ইসলামিক মিশনের পক্ষ থেকে একটি মোমবাতি মিছিলের ব্যবস্থা করা হয়। এই মিছিলকে ঘিরেই শুরু হয় টানাপোড়েন। রীতিমতো লিফলেটও প্রকাশ করা হয় মিছিলেন আগে। সেখানে পরিষ্কার লেখা হয় উত্তর প্রদেশ পুলিসের গুণ্ডামির বিরুদ্ধে এই মিছিল করা হচ্ছে।
প্রসঙ্গত, নিজের ছেলের শেষকৃত্যের দিনই খুন হন কুখ্যাত মাফিয় আতিক আহমেদ (Atiq Ahmed)। দুষ্কৃতীর গুলিতে মৃত্যু হয় ভাই আশরফেরও। পুলিশি নজরদারিতে প্রয়াগরাজের হাসপাতালে মেডিকেল চেক আপের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল তাঁদের। তখন সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তাঁরা। সেই সময় তাঁকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়।
এই খুনের ঘটনায় উত্তর প্রদেশে (Uttar Pradesh) চাঞ্চল্য ছড়িয়েছে। নিরপেক্ষ বিশেষজ্ঞ দল গঠনে করে এই খুনের মামলায় তদন্তের জন্য সুপ্রিম কোর্টে আবেদন জমা পড়েছিল। এবার সেই আবদন শুনতে রাজি হল শীর্ষ আদালত (Supreme Court of India)। এই মামলায় আগামী শুনানি ২৪ এপ্রিল।