বিপাকে “ছাপাক”, ছবির বিরুদ্ধে মামলা অ্যাসিড আক্রান্তের উকিলের

আগামী ১০ই জানুয়ারি মুক্তি পেতে চলেছে মেঘনা  গুলজারের বহু প্রতিক্ষিত ছবি “ছাপাক”। এই ছবির মুল বিষয় বহু বছর আগে হওয়া দিল্লীতে অ্যাসিড আক্রান্ত তরুণী লক্ষ্মী আগারওয়াল কে নিয়ে।

কিন্ত ছবি মুক্তি পাওয়ার আগেই ছবির বিরুদ্ধে মামলা দায়ের করলো খোদ লক্ষ্মীর উকিল। তিনি জানিয়েছেন দিরঘদিন ধরে এই কেসের সাথে তিনি জড়িত , আর এই লড়াইয়ের পিছনে তারও কিছু অবদান আছে। কিন্তু গোটা ছবিতে কোথাও তার প্রসঙ্গ উল্লেখ করা হয়নি। তার চরিত্র ঊহ্য রাখা হয়েছে। সেই নিয়ে স্বাভাবিক ভাবেই ক্ষুব্ধ হয়ে পড়েন লক্ষ্মীর উকিল । তিনি জানিয়েছেন এই ছবি যেন প্রেক্ষাগৃহে মুক্তি না পায়। এখানেই শেষ নয়  তিনি আরও জানান এই ছবি যেন এখনি মুক্তি না পায় ।

কারন এই ছবির আগেও এরকম একটি ছবি ছিল যেখানে কপি রাইট বিষয়ক মামলা দায়ের করা হয়েছিলো ছবির বিরুদ্ধে। এই ছবিতে যেহেতু সত্য ঘটনার আধারে রেখে নির্মাণ করা হয়েছে, সেই জন্য সম্পূর্ণ বিষয়টা নিয়ে ছবিতে তুলে ধরা আবশ্যক । পাশাপাশি জেএনইউতে ছাত্রছাত্রী নিগ্রহ এই ঘটনায় বিশ্ববিদ্যালয় পরিদর্শনে যান দীপিকা পারুকন। এই ঘটনার পরেই তিনি নানা ভাবে বিতর্কের শিকার হন। এখানে শেষ নয় নেটিজেনদের ব্যাপক প্রশংসাও তিনি কুড়িয়েছেন।

 

chhapaak 1 121019024422

 

 

এমনকি গতকাল থেকে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে এই ছবির টিকিট কেটে ছিঁড়ে ফেলা এবং ছবি হলে দেখতে না দেওয়ার মতন বেশ কিছু প্রসঙ্গ উঠে এসেছে।  আর সব মিলিয়ে ছবিটি এখন বিতর্কের কেন্দ্র বিন্দুতে এখন কি হবে কি নাহবে সব নিয়ে বেশ বেগ পেতে হচ্ছে ছবির গোটা টিমকেই । এখন অপেক্ষা শুধু ১০ তারিখের সব বাঁধা পেরিয়ে কিভাবে ছাপাক আমাদের মনে দাগ কাটবে আর আমজনতা কতটা তা ইতিবাচক হিসেবে গ্রহন করবে সেটাই দেখার বিষয় ।

সম্পর্কিত খবর