বাংলাহান্ট ডেস্ক : গতকালের ব্যস্ত শহর কলকাতা সাক্ষী থাকলো এক অদ্ভুত ঘটনার। এক ব্যাগ টাকা নিয়ে হেঁটে যাচ্ছেন একটি যুবক। সেই ব্যাগের মধ্যে থাকা টাকা তিনি ছড়িয়ে দিচ্ছেন রাস্তায়। অনেকেই দেখে মনে করবেন এ যেন সত্যিকারের “টাকার বৃষ্টি!”
সেই টাকার পিছনে ধাওয়া করেছেন বহু জনতা। কেউ কেউ আবার কুড়িয়েও নিচ্ছেন ছড়িয়ে দেওয়া সেই টাকা। অবশেষে সেই যুবককে ধাওয়া করে টাকার ব্যাগটি উদ্ধার করেন শিয়ালদহ ট্রাফিক গার্ডের সার্জেন্ট কৌতুক ঘোষ। সেই ব্যাগ থেকে বুধবার সকালে উদ্ধার করা হয় ৪৮ হাজার ৫৭৫ টাকা।
পুলিশ সূত্রে জানা গেছে, একটি যুবক হেঁটে আসছিলেন সূর্য সেন স্ট্রিট ধরে। তার মাথা কামানো। গায়ে ছিল অবিন্যস্ত পোশাক। তার হাতে ধরা একটি প্লাস্টিকের ব্যাগে অসংখ্য ১০ টাকা, ১০০ টাকা, ৫০০ টাকার নোট। রাস্তা দিয়ে যাওয়ার সময় সেই নোটগুলি রাস্তায় ছড়াতে ছড়াতে আসছিলেন তিনি। এরকম টাকার বৃষ্টি দেখে পথ চলতি জনতাও পিছু নেয় যুবকের। পথ চলতি জনতা কুড়িয়ে নিতে থাকে সেই যুবকের ফেলে দেওয়া টাকা গুলি। এর ফলে ওই রাস্তায় যান চলাচলের সমস্যা সৃষ্টি হয়।
তখন এপিসি রোড ও সূর্য সেন স্ট্রিটের সংযোগস্থলে জগৎ সিনেমাহলের সামনে শিয়ালদহ ট্রাফিক গার্ডের সার্জেন্ট কৌতুক ঘোষ ডিউটি করছিলেন। যুবকটিকে দেখতে পেয়ে সার্জেন্ট তাড়া করেন তাকে। ওই যুবকের কাছ থেকে টাকার প্লাস্টিকটি কেড়ে নেন তিনি। এরপর কোন মতে হাত ছাড়িয়ে ওই যুবক চম্পট দেয়।
পুলিশের অনুমান যুবক মাদকাসক্ত। কোন ব্যবসায়ীর কাছ থেকে হয়তো ওই টাকার ব্যাগ চুরি করে তিনি পালিয়ে যাচ্ছিলেন। অপ্রকৃতস্থ অবস্থায় থাকার জন্য যুবক ঐরকম ভাবে রাস্তায় টাকা ছড়াতে ছড়াতে যাচ্ছিলেন।