আজকের দিনেই কপিল দেবের হাত ধরে প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বাদ পায় ভারত।

ভারতীয় ক্রিকেটের ইতিহাসে 25 শে জুন এক চির স্মরণীয় দিন। 37 বছর আগে আজকের দিনেই কপিল দেবের নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল সেই সময়কার সবথেকে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ইংল্যান্ডের মাটিতে প্রথমবারের জন্য বিশ্বকাপ জিতে নেয়। সেই 1983 সাল থেকে শুরু আজ পর্যন্ত এই 25 শে জুন দিনটিকে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা স্মরণীয় দিন হিসাবে পালন করে থাকে।

1983 সালের আজকের দিনে লর্ডসে বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ। সেই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্লাইভ লয়েড টসে জিতে প্রথমে ব্যাট করতে পাঠায় ভারত কে। বিশ্বকাপ ফাইনালে ওপেন করতে নেমে মাত্র 2 রান করে প্যাভিলিয়নে ফিরে যান ভারত ওপেনার সুনীল গাভাস্কার। অপর এক ওপেনার শ্রীকান্ত 38 রান করেন। সন্দ্বীপ পাতিল করেন 27 রান, মহিন্দর অমরনাথ করেন 26 রান, মদনলাল করেন 17 রান এবং অধিনায়ক কপিল দেব করেন 15 রান। ফাইনালে মাত্র 183 রানে অলআউট হয়ে যায় পুরো ভারতীয় দল।

IMG 20200625 141516

জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় বিধ্বংসী বোলিংয়ের সামনে পরে মাত্র 140 রানেই অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। তিনটি করে উইকেট নেন অমরনাথ এবং মদনলাল। দুটি উইকেট নেন বলবিন্দর সাঁধু, এছাড়াও রজার বিনি এবং কপিল দেব একটি করে উইকেট নেন। ওয়েস্ট ইন্ডিজ কে 43 রানে অলআউট করে কপিল দেবের হাত ধরে প্রথমবারের জন্য 50 ওভারের বিশ্বকাপ জিতে নেয় ভারত।


Udayan Biswas

সম্পর্কিত খবর