বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে শহর কলকাতায় (Kolkata) তিনটি রুটে মেট্রো চলাচল করছে। তবে এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে আরও একটি রুট। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, আগামী ৬ মে অর্থাৎ বৃহস্পতিবার সূচনা হতে পারে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত অরেঞ্জ রুটে মেট্রো চলাচল। যার ফলে এবার চতুর্থ রুটে মেট্রো পরিষেবা পেতে চলেছেন শহরবাসী।
সর্বোপরি, এই নতুন রুটের মেট্রোকে পুরী থেকে ভার্চুয়ালি সবুজ পতাকা দেখাতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রসঙ্গত উল্লেখ্য যে, আগামী ৬ মে প্রধানমন্ত্রী পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসেরও উদ্বোধন করতে পারেন। ইতিমধ্যেই এই কারণে দক্ষিণ-পূর্ব রেল এবং কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষকে প্রস্তুত থাকতে বলা হয়েছে বলেও জানা গিয়েছে।
থাকছে ৫ টি স্টেশন: মূলত, নিউ গড়িয়া থেকে রুবি রুটের মধ্যে মোট পাঁচটি স্টেশন রয়েছে। সেগুলি হল কবি সুভাষ, সত্যজিৎ রায়, জ্যোতিরিন্দ্র নন্দী, কবি সুকান্ত এবং হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবি। এদিকে, নিউ গড়িয়া বা কবি সুভাষ মেট্রো স্টেশনটিকে “জংশন” স্টেশন হিসেবে তৈরি করার পাশাপাশি অত্যাধুনিক ভাবে সাজিয়ে তোলা হয়েছে।
ভাড়ার পরিমাণ: প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এই রুটে নূন্যতম ভাড়ার পরিমাণ হল ৫ টাকা। এদিকে, নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত যেতে খরচ হবে ২০ টাকা। পাশাপাশি, যাত্রীরা রুবি থেকে মেট্রোতে উঠে এক টোকেনেই দক্ষিণেশ্বর পর্যন্ত পৌঁছে যেতে পারেন। সেক্ষেত্রে ভাড়ার পরিমাণ হল ৪৫ টাকা। এক্ষেত্রে রুবি থেকে মেট্রোতে চেপে যাত্রীদের কবি সুভাষ স্টেশনে নামতে হবে এবং সেখান থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রোতে চাপতে হবে।
পাশাপাশি, রুবি থেকে মেট্রোতে চেপে যদি যাত্রীরা কবি সুভাষে মেট্রো বদল করে টালিগঞ্জ পর্যন্ত যেতে চান, সেক্ষেত্রে ভাড়ার পরিমাণ হল ৩৫ টাকা। এছাড়াও, যদি কোনো যাত্রী রুবি থেকে সরাসরি এসপ্ল্যানেড, চাঁদনি কিংবা কালীঘাটে যেতে চান বা ওই সব স্টেশন থেকে মেট্রো বদলের মাধ্যমে রুবি পৌঁছতে চান, সেক্ষেত্রে খরচ হবে ৪০ টাকা। অর্থাৎ, প্রতিটি ক্ষেত্রেই ব্লু লাইনের টোকেনের মাধ্যমে অরেঞ্জ লাইনের মেট্রোতে সফর করা যাবে। আর এভাবেই প্রথমবারের জন্য কলকাতা মেট্রোর দু’টি আলাদা রুটে সিঙ্গল টিকিটে যাতায়াত করতে পারবেন যাত্রীরা।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গত ৩০ জানুয়ারি কমিশনার অফ রেলওয়ে সেফটি নিউ গড়িয়া-রুবি মেট্রোপথ পরিদর্শনে এসেছিলেন। তারপরেই ওই রুটে যাত্রী পরিষেবার ক্ষেত্রে ছাড়পত্র পাওয়া যায়। যদিও, তখন কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সবুজ সংকেত না মেলায় ওই রুটে যাত্রী পরিষেবা চালু করা সম্ভব হয়নি। পাশাপাশি, ওই ছাড়পত্রের মেয়াদ শেষ হচ্ছে ৬ মে। তবে, এবার অপেক্ষার অবসান ঘটতে চলেছে। আগামী বৃহস্পতিবার থেকেই ওই রুটে যাত্রী পরিষেবা শুরু হয়ে যাবে বলে আশা করছেন মেট্রো আধিকারিকরা।