আজকের দিনেই ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন শচীন, জানুন এই দিনকে কীভাবে বিশেষ বানিয়েছিল ভারত

বাংলা হান্ট ডেস্কঃ 16 নভেম্বর ভারতীয় ক্রিকেট ফ্যানদের জন্য একটি ঐতিহাসিক দিন। কারণ আজ থেকে ঠিক আট বছর আগে এই দিনেই চিরতরে ক্রিকেটকে বিদায় জানিয়ে ছিলেন মাস্টার ব্লাস্টার। মুম্বাইয়ে নিজের 200 তম টেস্ট খেলার সাথে সাথেই অবসর ঘোষণা করেন তিনি। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ইনিংসে ঝকঝকে 74 রানের ইনিংসও খেলেছিলেন শচীন। তারপর অবশ্য নরসিংহ দেব নারায়নের বলে ফার্স্ট স্লিপের হাতে ধরা পড়ে যান তিনি। যদিও তাতে এই ম্যাচ জিতে নিতে কোন অসুবিধা হয়নি ভারতীয় দলের।

এক ইনিংস এবং 126 রানে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই ম্যাচ জিতে নিয়েছিল ধোনি বাহিনী। একইসঙ্গে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে 2-0 ব্যবধানে সিরিজও হারিয়েছিল তারা। তবে ম্যাচের সবথেকে গুরুত্বপূর্ণ ঘটনা ছিল শচীনের অবসর। 15 নভেম্বর 1989 সালে ভারতের হয়ে ডেবিউ ক্যাপ পেয়েছিলেন শচীন। যদিও 16 নভেম্বর প্রথমবার ব্যাট হাতে মাঠে নামেন তিনি। তার এই 24 বছরের বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ার হয়তো ভুলতে পারবেন না কেউই।

নিজের ক্রিকেট জীবনে একাধিক কৃতিত্ব অর্জন করেছেন শচীন। একদিকে যেমন আন্তর্জাতিক ক্রিকেটে 200 টি টেস্ট খেলা, তেমনি আবার একশোটি শতরান যারা এখনও পর্যন্ত ছুঁতে পারেনি বিশ্বের অন্য কোন ব্যাটসম্যান। আর তাই মাঠ হোক বা মাঠের বাইরে ক্রিকেটের একজনই ভগবান, তার নাম শচীন টেন্ডুলকার। এবারও বিসিসিআই স্মরণ করেছে এই বিশেষ দিনটিকে। ভারতীয় ক্রিকেটের ইতিহাসকে একা হাতে বদলে দেওয়া লিটল মাস্টার হয়তো এখন ক্রিকেট থেকে দূরে, তবে তিনি আজও রয়ে গেছেন বহু বহু ক্রিকেটপ্রেমীর মনের আয়নায়।

https://twitter.com/BCCI/status/1460098286484746243?t=ttNzzKpX_RvwGOh-2TqYgw&s=19

জানিয়ে রাখি, বিসিসিআই সেদিনও খুব সুন্দরভাবে সম্মান জানিয়েছিল শচীনকে। এমন অভূতপূর্ব আয়োজন করা হয়েছিল যা সুনীল গাভাস্কার, সৌরভ গাঙ্গুলীরাও পাননি। খেলোয়াড়রা তো বটেই সেদিন শচীনকে শ্রদ্ধা জানিয়ে ছিলেন ধারাভাষ্যকাররাও। শচীনকে সম্মান জানাতে টিম ইন্ডিয়ার জার্সিতে বোর্ডের লোগোর নীচে সেদিন লেখা ছিল ‘শচীন রমেশ টেন্ডুলকার 200 তম টেস্ট’। ধারাভাষ্যকাররা জ্যাকেট পড়েছিলেন তাতেও লেখা ছিল ‘SRT 200’ কথাটি।

 

 

Abhirup Das

সম্পর্কিত খবর