বাংলাহান্ট ডেস্ক : যে সকল পর্যটকরা দার্জিলিং (Darjeeling) ঘুরতে যাওয়ার প্ল্যান করছিলেন তাদের জন্য বড় সুখবর। টাইগার হিল যাওয়ার রাস্তা এবার আরো সহজ। টাইগার হিল যাওয়ার জন্য যে কুপন সংগ্রহ করতে হতো তার জন্য অনেক হয়রানি পোহাতে হতো এতদিন। এবার প্রশাসন সেই সমস্যার সমাধান করলো। দার্জিলিং ঘুরতে গিয়ে বহু পর্যটকই টাইগার হিলে সূর্যোদয় দেখতে যেতে যান।
কিন্তু টাইগার হিলে (Tiger Hill) যাওয়ার কুপন সংগ্রহ করতে এতদিন বিশাল লাইন দিতে হতো। গাড়ি চালকদের লম্বা লাইন দিয়ে সংগ্রহ করতে হতো সেই কুপন। টাইগার হিল যাওয়ার জন্য এতদিন গাড়ি চালকদের কুপন সংগ্রহ করতে হতো দার্জিলিং সদর ট্রাফিক গার্ড থেকে। তবে প্রশাসনের উদ্যোগে এবার থেকে কুপন পাওয়া যাবে বাতাসিয়া এলাকা থেকেও।
বাতাসিয়ার কাছে জোড়বাংলো ট্রাফিক গার্ড থেকে আপাতত প্রাথমিকভাবে ৫০ টি গাড়িকে কুপন দেওয়া হবে। পরবর্তীকালে আরো কিছু ট্রাফিক গার্ড থেকে এই কুপন পাওয়া যাবে। দার্জিলিং ট্রাফিক পুলিশ এই ব্যাপারে কথাবার্তা চালাচ্ছে প্রশাসনের সাথে।এতদিন পর্যন্ত রোজ ২৫০টি করে গাড়িকে দার্জিলিং সদর ট্রাফিক গার্ড থেকে টাইগার হিল যাওয়ার কুপন দেওয়া হতো।
এখন থেকে এর পাশাপাশি অতিরিক্ত আরো ৫০ টি কুপন পাওয়া যাবে জোড়বাংলো ট্রাফিক গার্ড থেকে। মনে করা হচ্ছে এর ফলে সুবিধা হবে পর্যটকদের। এই কুপন পাওয়া যাবে সকাল ৮ টা থেকে সন্ধ্যে ৬ টা পর্যন্ত। টাইগার হিল যাওয়ার আগের দিন এই কুপন সংগ্রহ করতে হবে। শিলিগুড়ি, দার্জিলিং ও সিকিম নম্বরের গাড়ি চালকেরা এই কুপন সংগ্রহ করতে পারবেন।