এই দিন থেকেই ফের পথচলা শুরু করমণ্ডলের!দুর্ঘটনার তদন্তভার উঠল CBI-এর হাতে

বাংলাহান্ট ডেস্ক : ফের যাত্রা শুরু করতে চলেছে করমণ্ডল এক্সপ্রেস (Coromandel Express)। আগামী বুধবার থেকে নিজের রুটে চলাচল করবে এই হাই স্পিড ট্রেন। গত শুক্রবার উড়িষ্যার বালেশ্বর এর কাছে করমণ্ডল এক্সপ্রেস চূড়ান্ত দুর্ঘটনার সম্মুখীন হয়। সেই দুর্ঘটনার পাঁচ দিন পর ফের পথ চলা শুরু করতে চলেছে অভিশপ্ত এই ট্রেন।

রেলের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী বুধবার দুপুর তিনটের সময় হাওড়ার শালিমার স্টেশন থেকে চেন্নাই এর উদ্দেশ্যে রওনা দেবে করমণ্ডল এক্সপ্রেস। আগের নির্ধারিত রুটেই এই ট্রেনটি চলাচল করবে। গত শুক্রবার উড়িষ্যার বাহানাগা বাজারে লাইনচ্যুত হয় করমণ্ডল এক্সপ্রেস। আগামী বুধবার থেকে করমন্ডল এক্সপ্রেস এই জায়গার উপর দিয়েই যাবে।

সূত্রের খবর, দুর্ঘটনার পরেও কিন্তু করমণ্ডল এক্সপ্রেসের টিকিট এর চাহিদা একটুও কমেনি। জানিয়ে রাখা ভালো করমণ্ডল এক্সপ্রেসের এই রিজার্ভেশন দুর্ঘটনার পূর্বেই করা হয়েছিল। শুক্রবার রাতে করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পর যুদ্ধকালীন তৎপরতায় রেল পুনরায় ট্রেন চালানোর জন্য পরিস্থিতি স্বাভাবিক করতে আসরে নামে।

শুরু হয় ট্র্যাক মেরামতির কাজ। প্রথম থেকে শেষ পর্যন্ত নিজে দাঁড়িয়ে থেকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) সেই কাজের তদারকি করেন। ওই পথ দিয়ে বন্দে ভারত এক্সপ্রেস সোমবার সকালে চালানো হয়। এর কিছু পরে আপ লাইন দিয়ে পার হয় ফলকনুমা এক্সপ্রেসও। সবমিলিয়ে সোমবার ৪০টি ট্রেন এই লাইন দিয়ে যাতায়াত করেছে।

চেনা ছন্দে ট্রেন চলাচল করেছে আজ মঙ্গলবারও। তবে আপাতত ট্রেনের গতি কম রাখা হয়েছে দুর্ঘটনাস্থলের কাছে। এই রুট দিয়েই আগামী বুধবার ফের ছুটবে করমন্ডল এক্সপ্রেস। অন্যদিকে, মঙ্গলবার করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার তদন্তভার তুলে দেওয়া হয়েছে সিবিআই এর হাতে। একটি অপরাধ মূলক ষড়যন্ত্রের অভিযোগ দায়ের করা হয়েছে রেল মন্ত্রকের পক্ষ থেকে।

coromandel express 100713300

খোরদার ডিআরএম রিঙ্কেশ রায় বলেছেন, “সবুজ সিগনাল ছিল মেইন লাইনে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে সবুজ সিগন্যাল দেওয়া হয়। সামনের লাইন সম্পূর্ণভাবে ফাঁকা না থাকলে সিগন্যাল সবুজ হয় না। ছোটখাটো কোনও ত্রুটি থাকলেও সিগনাল লাল হয়ে যায়, যদি না কেউ নিজে থেকে সেটিকে সবুজ করে দেয়। কেউ নিজে থেকে সিগন্যাল সবুজ না করলে তা বদলাতে পারে না।”


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর