বিজেপি নাকি কংগ্রেস? লোকসভা নির্বাচনে কার হয়ে লড়বেন যুবরাজ? অবশেষে জানিয়ে দিলেন মনের কথা

বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরের লোকসভা নির্বাচনের আর বেশি বাকি নেই। ঠিক এই আবহেই সামনে আসছে বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট। এদিকে, সম্প্রতি একটি বিষয় উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। যেখানে দাবি করা হয়েছে যে, ভারতের (India) প্রাক্তন তারকা ক্রিকেটার যুবরাজ সিং (Yuvraj Singh) অংশ নেবেন এই নির্বাচনে। শুধু তাই নয়, তিনি গুরদাসপুর আসন থেকে লড়তে পারেন বলেও দাবি উঠেছিল। আর তারপর থেকেই বিষয়টি আকৃষ্ট করে সবাইকে। এমতাবস্থায়, এবার যুবি নিজেই এই বিষয়ে তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ভারতীয় ক্রিকেটে যুবরাজ সিং অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম হিসেবে বিবেচিত হন। ২০০৭ সালের T20 বিশ্বকাপ থেকে শুরু করে ২০১১-র ODI বিশ্বকাপ জেতার ক্ষেত্রেও বড় ভূমিকা ছিল এই তারকা খেলোয়ারের। ৬ বলে ৬ টি ছক্কাই হোক কিংবা ক্যান্সারের মতো মারণ রোগকে জয় করে ফের ক্রিকেটের ময়দানে ফিরে আসা, প্রতিটি ক্ষেত্রেই যুবি বারংবার নিজের শ্রেষ্ঠত্বকে প্রমাণ করেছেন।

আরও পড়ুন: ইংল্যান্ডের সাথে টেস্ট সিরিজ শেষ হলেই অবসর নেবেন ভারতের এই দুই তারকা খেলোয়াড়? তুঙ্গে জল্পনা

আর সেই কারণেই ভারত তথা সমগ্র বিশ্বের ক্রিকেট প্রেমীদের কাছেই তিনি অত্যন্ত পছন্দের একজন খেলোয়াড় হিসেবে বিবেচিত হন। তবে, বর্তমানে তিনি খেলা থেকে অবসর নিলেও লোকসভা নির্বাচনের আবহে তিনি ফের একবার খবরের শিরোনামে উঠে এসেছেন। দাবি উঠেছিল যে, তিনি গুরদাসপুরের আসন থেকে লোকসভা ভোটে প্রার্থী হতে চলেছেন। শুধু তাই নয়, বিজেপির টিকিটে নাকি তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন বলেও জানা যায়। আর এই বিষয়টি সামনে আসার পরই শুরু হয়েছিল শোরগোল।

আরও পড়ুন: “উনি অনুপ্রেরণার উৎস”, রতন টাটার সাথে দেখা করে খুশি অলিম্পিকে সোনাজয়ী নীরজ, কি জানালেন তিনি?

তবে, এবার আসল সত্য সামনে আনলেন স্বয়ং যুবরাজ। গত শুক্রবার তিনি লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন। পাশাপাশি, তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, এই খবরের আদৌ কোনো সত্যতা নেই। এমনকি সামগ্রিক বিষয়টি নিজের “X” হ্যান্ডেল মারফত সামনে এনে যুবরাজ জানিয়ে দেন, গুরদাসপুর থেকে তিনি নির্বাচনে লড়ছেন না। তাঁর মতে, “গুরদাসপুর থেকে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি না। মানুষকে সমর্থন এবং সহায়তা করার মধ্যে আমার আবেগ রয়েছে এবং আমি আমার ফাউন্ডেশন ‘ইউউইক্যান’-এর মাধ্যমেই সেটি চালিয়ে যাব। আসুন, আমরা আমাদের দক্ষতার সাথে একটি পার্থক্য তৈরি করতে থাকি।”

এই প্রসঙ্গে জানিয়ে রাখি, ইউউইক্যান ফাউন্ডেশন হল যুবরাজ সিংয়ের NGO। যেটি প্রত্যক্ষভাবে ক্যান্সার রোগীদের সাহায্য প্রদান করে। ২০১১ বিশ্বকাপের পরে যখন ক্যান্সার আক্রান্ত যুবরাজ চিকিৎসার জন্য আমেরিকা গিয়েছিলেন তখন তিনি ইউউইক্যান ফাউন্ডেশন শুরু করেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর