বিশ্ব যোগ দিবসে ঠাকুমার সঙ্গে মিলে যোগা করল ছোট্ট ইনায়া

 

বাংলা হান্ট ডেস্ক: আজ, অর্থাৎ ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে শিল্পা শেট্টি, করিনা কাপুর খান থেকে শুরু করে মালাইকা অরোরা খান, করিশ্মা কাপুর, বিপাশা বসু, করণ সিং গ্রোভার, সুস্মিতা সেন, রোহমান শল এর মতন বলিউড তারকার যোগা অভ্যাসের ছবি। তারা সকলেই উদযাপন করছেন যোগ দিবস। কিন্তু কোনও ক্ষুদে শিশুর যোগাসনের এমন মিষ্টি ছবি হয়ত আর চোখে পড়েনি।

 

ক্ষুদে টি সোহা আলি খান ও কুনাল খেমুর কন্যা ইনায়া নাওমি খেমু। বড়রা যখন যোগাসন করছেন তখন ছোটরাই বা বাদ যাবে কেন? সেও পালন করবে যোগা দিবস।তাই ঠাকুমার দেখাদেখি নাওমিও চেষ্টা করছে যোগ করার। আর তাকে তদারকি করছেন ঠাকুর্দা। এই মুহূর্তটা ক্যামেরাবন্দি করেছেন কুনাল খেমু।

a51d6 img 20190621 wa0060

এর আগে বাবা কুনালের জন্মদিনে এক মিষ্টি উপহারও দিয়েছিল ইনায়া। আধো আধো স্বরে পিয়ানো বাজিয়ে বাবাকে ‘হ্যাপি বার্থডে পাপা’ গান গেয়ে শোনায় সে। ইনস্টাগ্রাম পেজে এই ভিডিও শেয়ারও করেছিলেন কুনাল। ক্যাপশনে লিখেছিলেন, “সেরা জন্মদিনের উপহার!!!”। সেই ভিডিয়োটিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

করিনা-সইফ পুত্র তৈমুরএর জনপ্রিয়তা অনেক বেশি হলেও বোন ইনায়াও জনপ্রিয়তায় কিছু কম যান না। তার মিষ্টি কাজ কার্বার তার জনপ্রিয়তা বাড়িয়েই দেয়।

সম্পর্কিত খবর