মাত্র ১ ঘন্টাতেই ঠাটিয়ে ৭-৮ টা চড় পড়ল অভিনেতা বনি সেনগুপ্তর গালে! তারপর যা হল…

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) ইস্যুতে ধুন্ধুমার দশা রাজ্যে। যত দিন যাচ্ছে ততই ততই লম্বা হচ্ছে অভিযুক্তদের তালিকা। নেতা থেকে অভিনেতা নাম জড়িয়েছে অনেকেরই। সম্প্রতি শিক্ষক কেলেঙ্কারি মামলার সাথে জুড়েছে অভিনেতা বনি সেনগুপ্ত (Bonny Sengupta) প্রসঙ্গ। দুর্নীতি ইস্যুতে এখন নিত্যদিন খবরের শিরোনামে বড়সড় জায়গা করে করে নিচ্ছেন তিনি।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতির অন্যতম মূল অভিযুক্ত তৃণমূলের প্রাক্তন নেতা কুন্তল ঘোষের সঙ্গে নায়কের আর্থিক লেনদেনের হদিশ পেয়েই তাকে তলব করে ইডি। টানা জিজ্ঞাসাবাদের উঠে আসে একাধিক চাঞ্চল্যকর তথ্য। যার জেরে উত্তাল রাজ্য-রাজনীতি থেকে টলিপাড়া। একসময় বিজেপিতে যোগদান করেছিলেন অভিনেতা। সেই নিয়েও চলছে জোর সমালোচনা।

নিয়োগ দুর্নীতিতে এই প্রথম টলিউডের (Tollywood) কোনও অভিনেতার ডাক পড়েছে নিয়োগ দুর্নীতিতে। সেই প্রথম সারির অভিনেতার গালেই এক ঘণ্টায় টানা ৭ থেকে ৮ টা কষিয়ে চড় পড়ল। তবে এখানে নিয়োগ দুর্নীতির কথা হচ্ছে না। কথা হচ্ছে অভিনেতার এক সিনেমার শুটিং নিয়ে। ২০১৯ সাল, বনি সেনগুপ্তর ‘জানবাজ’ সিনেমার শুটিং চলছিল। সেই ছবির সেটেই একবার মাত্র এক ঘণ্টায় ৭-৮ টা কষিয়ে চড় খেতে হয়েছিল অভিনেতা বনি সেনগুপ্তকে।

bonny sengupta actor

প্রসঙ্গত, বনির বাবা অনুপ সেনগুপ্ত পরিচালিত ‘জানবাজ’ সিনেমায় এরকমই একটি দৃশ্য রাখা হয়েছিল, যেখানে বনির গালে সপাটে চড় কষাতে হবে সহ-অভিনেত্রী কাঞ্চনা মৈত্রকে। সেই চিত্রনাট্য অনুযায়ী পরপর কাঞ্চনার কাছ থেকে সাত-আটখানা চড় খেতে হয়েছিল অভিনেতা বনিকে। তবে অভিনেতা কোনওরকম টুঁ শব্দ না করে পুরো শট কমপ্লিট করেন। জানবাজ সিনেমার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে একবার এই ঘটনার কথা শেয়ার করেছিলেন খোদ অভিনেত্রী। সিনেমার দৃশ্যতে এই চড় খাওয়ার কথাই এখানে বলা হয়েছে।

প্রসঙ্গত, বঙ্গের নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিনেতা বনি সেনগুপ্তর নাম জড়ানোয় শোরগোল ছড়িয়েছে রাজনৈতিক মহল থেকে শুরু করে বিনোদন জগতেও। সেই সঙ্গেই সমাজ মাধ্যমে উঠে আসছে বহু আগের ঘটনা থেকে শুরু করে অভিনেতার পুরোনো ছবি। অন্যদিকে, সমাজ মাধ্যমে অভিনেতাকে নিয়ে মিমের ছড়াছড়ি। জানিয়ে রাখি, নিয়োগ দুর্নীতিতে অভিনেতাকে ইতিমধ্যেই দুদিন টানা জিজ্ঞাসাবাদ করেছে ইডি। ফের তদন্তকারী সংস্থা অভিনেতাকে অভিনেতাকে তলব করতে পারে বলেও মনে করা হচ্ছে।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর