ভ্যাকসিনেশন সম্পূর্ণ হলেই, মাস্ক মুক্ত জীবন! আমেরিকার ভালো দিনে ট্যুইট বিডেনের

বাংলাহান্ট ডেস্কঃ ভারতে (india) করোনার (covid-19) দ্বিতীয় ঢেউ ভয়াবহ আকার ধারণ করলেও, এই পরিস্থিতিতে বন্ধু দেশ আমেরিকায় (america) কিছুটা হলেও কমেছে সংক্রমণের মাত্রা। এই সময় মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন (joe biden) ঘোষণা করলেন, ভ্যাকসিন প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে, আর মাস্ক পরতে হবে না।

সম্প্রতি মহামারী নিয়ন্ত্রণ ও রোধ (Center for Diseas Control and Prevention – CDC) সংস্থা এক নতুন গাইডলাইন জারি করে জানিয়েছে, ‘যেসকল ব্যক্তির টিকাকরণ সম্পূর্ণ হয়ে গেছে, তাঁদের আর মাস্ক পরতে হবে না। এমনকি সামাজিক দূরত্বও মানতে হবে না। তবে যারা এখনও অবধি টিকা নিতে বাকি আছেন, তাঁদের ক্ষেত্রে ভাইরাস থেকে প্রতিরক্ষার সরঞ্জাম এবং মাস্ক ব্যবহার করতে হবে’।

এরপরই মার্কিন রাষ্ট্রপতি জো বিডেন ট্যুইট করে জানান, ‘করোনার বিরুদ্ধে দীর্ঘ লড়াই পেরিয়ে আজকের দিনটা আমেরিকাবাসির কাছে খুবই বিশেষ একটি দিন। এখন ভ্যাকসিন পাওয়া আরও সহজ হচ্ছে। এই মুহূর্তে কিছু সময় আগেই সিডিসি জানিয়েছে, ভ্যাকসিনেশন সম্পূর্ণ হয়ে গেলে, কোন ব্যক্তিকে আর মাস্ক পরতে হবে না। ঘরে থকুন বা বাইরেই থাকুন, সব ক্ষেত্রেই তা প্রযোজ্য। কিছুটা হলেও শান্তি মিলেছে এবার’।

বন্ধু আমেরিকার ক্ষেত্রে এইধরনের সিদ্ধান্ত নেওয়া গেলেও, ভারতে এখনই এই সিদ্ধান্ত নেওয়া অসম্ভব বলে জানিয়ে দিলেন ক্লিনিক্যাল ট্রায়াল বিশেষজ্ঞ শুভ্রজ্যোতি ভৌমিক। তাঁর কথায়, ‘এই সময় ইজরায়েলও মাস্ক ব্যবহার করছে না। আর জুলাইয়ের মধ্যেই আমেরিকায় টিকাকরণও সম্পন্ন হয়ে যাবে। কিন্তু ভারতের ১০ শতাংশ মানুষও এখনও টিকা পায়নি। ভারতে যতদিন না পর্যন্ত ৭০ শতাংশ মানুষের হার্ড ইমিউনিটি অর্জিত হচ্ছে, ততদিন পর্যন্ত মাস্ক ব্যবহার এবং সামাজিক দূরত্ববিধি আবশ্যক’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর