বাংলাহান্ট ডেস্কঃ জুন ও জুলাই মাসে ২ টি চন্দ্র গ্রহণ ও ১ টি সূর্য গ্রহণ, মোট পরপর ৩ টি গ্রহণ ( eclipse) হতে পারে বড় সড় প্রাকৃতিক বিপর্যয় এমনটাই জানাচ্ছেন জ্যোতিষ ( Astrology) শাস্ত্র বিশেষজ্ঞরা। জ্যোতিষ পণ্ডিতরা মনে করছেন আমফান, করোনার পর বড় ভূমিকম্প হতে পারে। পাশাপাশি কয়েকটি রাশিকে থাকতে হবে অত্যন্ত সতর্ক৷
জুন মাসে চন্দ্রগ্রহণ হবে ৫ জুন, ২১ জুন হবে সূর্যগ্রহণ, এবং জুলাই মাসে ৫ জুলাই পরপর তিনটি গ্রহণ হবে। শনিও রয়েছেন মকর রাশিতে। এর আগে ১৯৬২ এমনই পরপর তিনটি গ্রহন হয়েছিল। ৫৮ বছর আগে, পয়লা জুলাই চন্দ্রগ্রহণ হয়েছিল, ৩১ জুলাই একটি সূর্যগ্রহণ এবং ১৫ ই আগস্টে আবার একটি মান্দ্য চন্দ্রগ্রহণ হয়েছিল। শনিও মকর রাশিতেই ছিল।
মঙ্গল গ্রহ মৃগশিরা নক্ষত্রের কর্তা। মকর রাশিতে অবস্থিত ভাকরি শনি-তে সম্পূর্ণ তৃতীয় স্থানে থাকবে। ফলে মীন রাশিতে অবস্থিত মঙ্গল গ্রহের উপর পড়ে মঙ্গল সূর্যের দিকে এবং শনি ও বৃহস্পতির সংমিশ্রনের দিকে থাকবে। যার ফলে বড় ধরনের ভূমিকম্পের যোগ রয়েছে বলেই মনে করছেন জ্যোতিষীরা। পাশাপাশি বৃষ, মিথুন, কর্কট, তুলা, বৃশ্চিক, ধনু, মকর এবং মীন রাশির জাতকদের সতর্ক হতেও বলা হচ্ছে।
৫ জুনের চন্দ্র গ্রহণ ভারত থেকে দেখা যাবে। যদিও মেঘের কারনে তা নাও দেখা যেতে পারে। ৫ জুন এবং ৫ জুলাই উভয়ের চন্দ্রগ্রহণ বৈধ, সুতরাং এগুলির কোনও ধর্মীয় প্রভাব পড়বে না। এই দুটি রাশিচক্রের কোনওটিই এই দুটি চন্দ্রগ্রহণের ফলে প্রভাব ফেলবে না।