বলিউডে একের পর এক হিট ছবি, তবুও অভিনয় জগত থেকে হারিয়ে গিয়েছেন এই ৫ অভিনেত্রী

বাংলাহান্ট ডেস্ক : বলিউড জগতে এমন অনেক অভিনেতা-অভিনেত্রী আছেন যারা বহু চেস্টার পরও অভিনয় জগতে নিজের জায়গা বানাতে পারেননি। আবার এমনও অনেকে আছেন যারা খুব কম সময়ের মধ্যেই বলিউডে নিজের জায়গা বানিয়ে নেন। কিন্তু নাম, যশ থাকার পরও হঠাৎ করেই অভিনয় জগত থেকে সরে গেছেন বহু বলি তারকা। আজ আপনাদের জানাবো এমনই ৫ অভিনেত্রীর কথা।

Tanushree Dutta

তনুশ্রী দত্ত : তনুশ্রী দত্ত প্রাক্তন মিস ইন্ডিয়া ইউনিভার্স। ‘আশিক বানায়ে আপনে’ ছবিতে ইমরান হাসমি এবং সোনু সুদের বিপরীতে দেখা গেছে এই অভিনেত্রীকে। প্রথম ছবিতে অভিনয় করেই দর্শকদের মন জয় করে নেন তিনি। তারপর বেশ কয়েকটি হিট ছবিতে মুখ্য চরিত্রে ধরা দিয়েছেন তিনি। তবে ‘হর্ন ওকে’ ছবির শুটিং চলাকালীন নানা পাটকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন অভিনেত্রী। তারপর থেকেই আর অন্য কোনো ছবিতে দেখা যায়নি তাঁকে।

Prachi Desai

প্রাচী দেশাই : ছোট পর্দার হাত ধরে অভিনয় জগতে পা রেখেছিলেন এই অভিনেত্রী। ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই’ ছবিতে ইমরানের বিপরীতে অভিনয় করেছেন তিনি। তবে হঠাৎ করেই বলিউড জগত থেকে সরে দাঁড়ান অভিনেত্রী।

Bhumika Chawla

ভূমিকা চাওলা : দক্ষিণী ছবির হাত ধরে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন এই অভিনেত্রী। জুনিয়ার এমটিআর-এর বিরুদ্ধে অভিনয় করেছেন তিনি। বলিউড দুনিয়ায় সালমান খানের বিপরীতে তিনি অভিনয় করেছেন ‘তেরে নাম’ ছবিতে। এই ছবি তাঁকে এনে দিয়েছিল ফিল্ম ফেয়ার পুরস্কার। এরপর রানে ছবিতে দেখা যায় তাঁকে। এরপর বেশ কয়েকটি ছবি করার পর অভিনয় জগত থেকে হাঁরিয়ে যান তিনি।

Gracy Singh

গ্রেসি সিং : গ্রেসি সিং লাগান, গঙ্গাজল এবং মুন্নাভাই এমবিবিএস-এর মতো ছবিতে অভিনয় করেছেন। এই ছবি গুলি বাক্স অফিসে ভালো ব্যবসা করা সত্ত্বেও হঠাৎ করেই অভিনয় জগত থেকে সরে দাঁড়ান তিনি।

Anu Aggarwal

অনু আগরওয়াল : ব্লকবাস্টার চলচ্চিত্র ‘আশিকি’ ছবিতে দেখা গিয়েছে তাঁকে। এরপর আর কোনও ছবিতেই অভিনয় করতে দেখা যায়নি এই অভিনেত্রীকে।

additiya

সম্পর্কিত খবর