সরকারি যাত্রীবোঝাই বাসে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার, আটক এক ব্যক্তি! আতঙ্ক পূর্ব বর্ধমানে

বাংলা হান্ট ডেস্কঃ অল্পের জন্য রক্ষা পেলেন অজস্র মানুষ। পুলিশের তৎপরতায় যাত্রীবোঝাই সরকারি বাস থেকে উদ্ধার হল এক ব্যাগ বোমা। এই ঘটনায় মহম্মদ সরফরাজ আনসারি নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গোটা ঘটনাকে কেন্দ্র করে তুমুল আতঙ্ক ছড়িয়েছে পূর্ব বর্ধমান জেলার গলসিতে।

প্রাপ্ত খবর অনুযায়ী, মঙ্গলবার বিকেলে কলকাতা থেকে যাত্রী নিয়ে আসনসোলে যাচ্ছিল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস। গোয়েন্দা সূত্রে খবর পাওয়া মাত্রই গলসির কাছে বাসটিকে থামায় পুলিশ। এরপর বাসে উঠে চলে তল্লাশি। তখনই সিটের নিচ থেকে উদ্ধার হয় এক ব্যাগ ভর্তি বোমা। জানা গিয়েছে, ২০টি বোমা ছিল ব্যাগে। জানাজানি হতেই চারিদিকে আতঙ্কের মহল সৃষ্টি হয়। পুলিশ তড়িঘড়ি বোমাগুলোকে সরিয়ে ফেলে।

এরপর খবর যায় দুর্গাপুরের বম্ব স্কোয়াডের কাছে। বুধবার সকালে একটি ফাঁকা মাঠে বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হয়। ধৃত মহম্মদ সরফরাজকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। তাঁর উদ্দেশ্য কী ছিল, আর কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল বোমাগুলি তা জানার চেষ্টা করা হচ্ছে।


Koushik Dutta

সম্পর্কিত খবর