এবার অনলাইনেই আবেদন করা যাবে এসব সার্টিফিকেটের জন্য, মিলবে মাত্র সাত দিনে, বিরাট উদ্যোগ রাজ্যের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: আগেকার যুগ গেছে। বর্তমান যুগ অনলাইনের যুগ। সময়ের সাথে তাল মিলিয়ে এবার বড় উদ্যোগ রাজ্য সরকারের (Government of West Bengal)। এবার ঘরে বসেই মিলবে বিভিন্ন রকমের সার্টিফিকেট। মোবাইল থেকে বিভিন্ন ধরণের সার্টিফিকেটের (Certificate) জন্য আবেদন করা যাবে।

এবার অনলাইনেই মিলবে সার্টিফিকেট, উদ্যোগ রাজ্যের (Government of West Bengal)

জানিয়ে রাখি, রাজ্যের পঞ্চায়েত দপ্তরের জন্য বিশেষ অ্যাপ আনবে রাজ্য। সেই অ্যাপের মাধ্যমেই স্থায়ী বাসিন্দার বা আয় অর্থাৎ ইনকাম সার্টিফিকেট পেতে আবেদন করতে পারবেন। সূত্রের খবর, রাজ্য সরকারের এই অ্যাপের মাধ্যমে ‘ক্যারেক্টার’, ‘ডিসট্যান্স’ সহ মোট ছয় ধরণের সার্টিফিকেটের জন্য আবেদন করা যাবে। আর তা ইস্যু করা যাবে মাত্র সাত দিনের মধ্যেই। অর্থাৎ আগে যে কাজ করতে এলাকার বাসিন্দাদের দিনের পর দিন ছুটতে হল সেই ঝক্কির অবসান।

সার্টিফিকেটের জন্য আবেদন করার সাত দিনের মধ্যে যদি তা না মেলেনি তাহলে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগও জানানো যাবে। অর্থাৎ এবার থেকে এসব সার্টিফিকেটের জন্য আর অন্যের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না। জানিয়ে রাখি, একই সাথে পঞ্চায়েতগুলিতে অনলাইনে ট্যাক্সও জমা করা যাবে। বিভিন্ন পুরসভায় আগেই অনলাইনে এই কাজ শুরু হয়েছে। এবার গ্রামীণ এলাকার বাসিন্দাদের জন্যও সেই দরজা খুলে গেল।

Nabanna

আরও পড়ুন: ৪-৫ ডিগ্রি বাড়বে তাপমাত্রা! আজ বিকেলেই বৃষ্টি দক্ষিণবঙ্গে? জানাল আবহাওয়া দপ্তর

আজকাল সকলের কাছে মোবাইল ফোন আছে। গ্রামের অধিকাংশ পরিবারের কাছে স্মার্টফোন রয়েছে। তবে যারা অনলাইনে সাবলীল নন, তারা বাংলা সহায়তা কেন্দ্রে গিয়ে এই সুবিধা নিতে পারেন। রাজ্যের (Government of West Bengal) এই সিদ্ধান্ত সাধারণ মানুষের ঝক্কি অনেকটাই কমবে।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X