বাংলা হান্ট ডেস্কঃ গোটা দেশে করোনার মামলা কমে গেলেও মহারাষ্ট্র আর কেরলে করোনার মামলা থামার নামই নিচ্ছে না। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ৫৪২৭ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। রাজ্যে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লক্ষ ৮১ হাজার ৫২০। আরেকদিকে, কেরালায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৫৪৮ জন। কেরালায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লক্ষ ২১ হাজার ৪৩৩।
এবার বর্ধিত করোনার মামলা দেখে প্রশাসন তিন জেলায় করোনার সঙ্গে মোকাবিলা করার জন্য কড়া সিদ্ধান্ত নিয়েছে। ওই তিনটি জেলা হল অকোলা, যবতমাল আর অমরাবতী। তবে নতুন করে করোনার মামলা শুধু এই তিনটি জেলাতেই বাড়ছে না। মহারাষ্ট্রের আরও ৫ টি জেলায় বেড়ে চলেছে করোনার মামলা। ওই ৫ টি জেলা হল পুণে, নাসিক, নাগপুর, বর্ধা, বুলঢানা। মহারাষ্ট্রে মোট ৮ টি জেলায় এখন করোনার মামলা দিনদিন বেড়েই চলেছে।
করোনার বর্ধিত মামলা দেখে অমরাবতী জেলায় শনিবার থেকে ১ দিনের লকডাউন জারি করা হবে। এই লকডাউন শনিবার রাত ৮টা থেকে সোমবার সকাল পর্যন্ত জারি থাকবে।
এভাবেই যবতমালেও কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যবতমাল জেলাতেও রবিবার সম্পূর্ণ লকডাউন জারি করা হবে। এছাড়াও এই জেলায় ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত রাত ৮টা থেকে সকাল ৫টা পর্যন্ত এক জায়গায় ৫ জনের বেশি মানুষ একত্রিত হতে পারবে না।
করোনার বর্ধিত মামলা দেখে অকোলা জেলা প্রশাসনও এক দিনের লকডাউন জারি করেছে। জেলাশাসক জানিয়েছেন যে, জেলার মানুষ যদি কড়া ভাবে লকডাউনের নিয়ম পালন না করে, তাহলে আগামী দিনে আরও বেশি লকডাউন জারি করা হতে পারে।