এবার থেকে বছরের একদিন চাইলেই পোষ্য নিয়ে যেতে পারেন অফিস!

 

বাংলা হান্ট ডেস্ক : এবার থেকে যদি প্রিয়পোষ্যিটিকে অফিস যাওয়া যায়। হ্যাঁ সম্ভব! মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বছর এক শুক্রবার অফিসে নিয়ে যেতে পারেন পোষা কুকুরটিকে।১৯৯৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে এই উদ্যোগ শুরু হয়। সে বছর ২৪ জুন শুক্রবার পোষা কুকুর অফিসে নিয়ে যাওয়ার রেওয়াজ চালু হয়। আসলে ভাবনাটা ছিল, কুকুরের প্রতি ভালবাসাটা বাড়িয়ে তোলা। যাতে নাগরিকরা  বিভিন্ন উদ্ধারকারী বা আশ্রয়দাতা সংগঠনের কাছ থেকে কুকুর দত্তক নিতে উত্সাহ পান।

 

তারপর থেকে প্রায় প্রতিবছর এই দিনটি পালন করা হয়। এই বছর দিনটি পড়েছিল ২১ জুন।

7a351 img 20190630 wa0017

যে সব কোম্পানি কুকুর নিয়ে অফিস আসার অনুমতি দেয় সেই সব জায়গায় এই দিনটি প্রায় উত্সবের মেজাজে কাটে।অফিসে আসা এই সব কুকুরদের ছবি পোস্টও করেন তাদের মালিকরা।

 

সম্পর্কিত খবর