বাংলা হান্ট ডেস্কঃ দেশের সবথেকে বেশি নিরাপত্তাযুক্ত কারাগার গুলির মধ্যে একটি দিল্লির তিহাড় জেল (Tihar Jail)। তবে আকসার সেই কারাগার থেকেই উঠে আসে সংঘর্ষের ঘটনা। এরই মধ্যে ফের একবার জেলের মধ্যেই বন্দির উপর প্রাণঘাতী হামলা। সূত্রের খবর, দিল্লির তিহাড় জেলে বন্দি গ্যাংস্টার টিল্লুর ওপর হামলা চালায় অপর বন্দি যোগেশ টুন্ডা। ঘটনায় মৃত্যু (Gangster Killed) হয় তাঁর। অন্যদিকে এই পরিস্থিতিতে তিহাড়ে হাই প্রোফাইল বন্দিদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।
প্রসঙ্গত, সম্প্রতি এই তিহাড় জেলেই ঠাঁই হয়েছে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal)। গরু পাচার মামলায় বন্দি তিনি। শুধু শাসকদলের হেভিওয়েট কেষ্টই নন, দুদিন আগেই তার কন্যা সুকন্যা মণ্ডলকে পাঠানো হয়েছে তিহাড়ে। পাশাপাশি তিহাড়ে রয়েছেন দিল্লির দুই মন্ত্রী মণীশ সিসোদিয়া, সত্যেন্দ্র জৈন সহ এনামূল হক, অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের মতো বন্দিরাও। সব মিলিয়ে ফের প্রশ্নের মুখে সেখানে বন্দিদের নিরাপত্তা।
সূত্রের খবর, কুখ্যাত গ্যাংস্টার টিল্লু তিহাড় জেলের ৯ নম্বর সেলে বন্দি ছিল। অন্যদিকে তার ওপর হামলা চালানো যোগেশ টুন্ডা ৮ নম্বর সেলের বন্দি। লোহার গ্রিল দিয়ে প্রাণঘাতী আঘাত করা হয়। অন্যদিকে, তৃণমূলের অনুব্রত মণ্ডল রয়েছেন তিহাড় জেলের পুরুষ ওয়ার্ডের ৭ নম্বর সেলে। ওই ব্লকেরই মহিলা ওয়ার্ডের ৬ নম্বর সেলে রয়েছেন সুকন্যা মণ্ডল।
জেল কর্তৃপক্ষ সূত্রে খবর, মঙ্গলবার সকাল ৬টার দিকে ৩৩ বছরের টিল্লু তেজপুরিয়াকে লোহার গ্রিল ভেঙে তা দিয়ে আক্রমণ করে যোগেশ টুন্ডা, রাজেশ সিং, রিয়াজ খান। গুরুতর আহত হয় টিল্লু। তড়িঘড়ি সেই বন্দিকে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তার।
প্রসঙ্গত, গত ১৪ এপ্রিলই গ্যাংওয়ারে তিহাড় জেলের সেলের মধ্যেই পিটিয়ে খুন করা হয় কুখ্যাত গ্যাংস্টার প্রিন্স তেওয়াটিয়াকে। পরপর হামলার ঘটনায় বিভিন্ন মহল থেকে বর্তমানে তিহাড়ে বন্দি হাইপ্রোফাইল বন্দিদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। তবে তিহাড় সূত্রে খবর, বাকি সকল বন্দিই নিরাপদ রয়েছেন।