রাজ্যে খুন আরও এক বিজেপি কর্মী! উদ্ধার হল ঝুলন্ত দেহ, অভিযোগের তির তৃণমূলের দিকে

বাংলা হান্ট ডেস্কঃ আর দু’দিন, তারপরেই রাজ্যে প্রথম দফার নির্বাচন। ৩০টি আসনে প্রথম দফার নির্বাচনের আগে ভোটারদের সুরক্ষা বন্দোবস্ত পাকা করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। রাজ্যে শান্তিপূর্ণ নির্বাচন করানোর বারবার আশ্বাস দেওয়া হচ্ছে কমিশনের তরফ থেকে। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও বারবার বলছেন, এবার রাজ্যে শান্তিপূর্ণ নির্বাচন হবে, সবাই অবাধে ভোট দিতে পারবে।

তবে হাতে গোনা আর কয়েকদিন বাকি থাকলেও রাজ্যে কমছে না রাজনৈতিক হিংসা। আবারও রাজনৈতিক হিংসার বলি এক বিজেপি নেতা। কোচবিহারের দিনহাটার টাউন মণ্ডলে সভাপতি অমিত সরকারকে রাতের অন্ধকারে কেউ বা কারা খুন করে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেয়।

এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়া। কোচবিহারের দিনহাটার বিজেপি প্রার্থী তথা বিজেপির সাংসদ নিশীথ প্রামাণিক এই ঘটনার জন্য সরাসরি তৃণমূল সরকারকে দায়ি করেছেন। বিজেপির দাবি অনুযায়ী, তৃণমূলের গুণ্ডারা অমিত সরকারকে খুন করে এভাবে ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেয়।

অমিত সরকারের হত্যার পর রাজ্যে বিজেপি নেতা-কর্মীদের হত্যার সংখ্যা বৃদ্ধি পেয়ে ১৪০ এ দাঁড়ালো।


Koushik Dutta

সম্পর্কিত খবর