পূর্ব বর্ধমানের কালনায় উদ্ধার বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ পরিবারের

বাংলা হান্ট ডেস্কঃ শনিবার নদিয়ার চাকদহে বাড়ির উঠোনের পাশে একটি ঝোপের মধ্যে বিজেপি কর্মী দিলীপ কীর্তনিয়ার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছিল। বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছিল যে, শনিবার পঞ্চম দফার নির্বাচনের দিন থেকে দিলীপ বাবুকে হুমকি দিচ্ছিল তৃণমূলের গুন্ডারা। এরপর নির্বাচন মিটতেই রাত ১১টা নাগাদ তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে শাসক দলের পক্ষ থেকে।

আর এই ঘটনার রেশ কাটতে না কাটতেই উদ্ধার হল আরও এক বিজেপি কর্মীর দেহ। এবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কালনা বিধানসভার কল্যাণীপুরী এলাকায়। বাড়ির সামনে একটি আমগাছের মধ্যে বিজেপি কর্মী অখিল প্রামাণিকের দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়। নিহত অখিল প্রামাণিকের পরিবার গোটা ঘটনার জন্য তৃণমূলকে দায়ী করেছে।

BJP 11 1

অখিল প্রামাণিকের পরিবারের অভিযোগ মাঝ রাতে তাঁকে বাড়ি থেকে নিয়ে গিয়ে মেরে গাছে ঝুলিয়ে দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বিজেপির স্থানীয় নেতা জানিয়েছেন, বেশকিছুদিন ধরে অখিলবাবুকে হুমকি দিচ্ছিল তৃণমূলের লোকেরা। এমনকি ওনাকে ফোনেও হুমকি দেওয়া হয়েছে বলে জানান তিনি। যদিও তৃণমূলের তরফ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।

তৃণমূলের স্থানীয় নেতারা জানিয়েছেন যে, এই ঘটনায় কোনও রাজনৈতিক যোগ নেই। অখিল আত্মহত্যা করেছে। তৃণমূল জানিয়েছে, পেশায় রাজমিস্ত্রী অখিলবাবু আর্থিক সমস্যার কারণে আত্মহত্যা করেছেন।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর