বাংলা হান্ট ডেস্ক: শেয়ার বাজারে টাটা গ্রুপের কোম্পানিগুলির দিকে বিনিয়োগকারীদের যথেষ্ট নজর থাকে। শুধু তাই নয়, টাটা গ্রুপের কোম্পানিগুলির শেয়ার বাজারে যথেষ্ট ভালো পারফরম্যান্স প্রদর্শন করে। এদিকে, টাটা গ্রুপের কোম্পানি টাটা স্টিলের মাধ্যমিক নিজের কেরিয়ার শুরু করেছিলেন ভারতের অন্যতম শ্রেষ্ঠ শিল্পপতি রতন টাটা (Ratan Tata)। বর্তমানে, ওই সংস্থা একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে।
রকেটের গতিতে এগোবে রতন টাটার (Ratan Tata) অন্যতম প্রিয় এই কোম্পানির শেয়ার:
সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ওই কোম্পানির শেয়ারে “ওভারওয়েট” রেটিং বজায় রাখার সময়ে, জেপি মরগান (JP Morgan) শেয়ারের টার্গেট প্রাইস ১৫৫ টাকা থেকে বাড়িয়ে ১৮০ টাকা করেছে। বিশেষজ্ঞদের মতে, ইউরোপে ইস্পাতের দামে উন্নতির কারণে টাটা স্টিলের লাভ বাড়তে পারে।
রতন টাটা এবং টাটা স্টিলের মধ্যে সম্পর্ক: ১৯৬১ সালে, রতন টাটা (Ratan Tata) IBM-এর মতো একটি বড় প্রযুক্তি সংস্থার লাভজনক প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। শুধু তাই নয়, তিনি তখন টাটা স্টিলে যোগদান করেছিলেন। তখন, অনেকেই এটা অনুমান করতে পারেননি যে এই সিদ্ধান্ত ভারতীয় শিল্পে একটি নতুন বিপ্লব আনবে। ১১৭ বছর বয়সী টাটা স্টিল শুধুমাত্র টাটা গ্রুপের অন্যতম গুরুত্বপূর্ণ কোম্পানি নয়, বরং এটি ভারতীয় ইস্পাত শিল্পের মেরুদণ্ডও বটে।
আরও পড়ুন: ভারতকেই করা হচ্ছে টার্গেট? নিজের ক্ষতি সত্বেও পাকিস্তানকে বিপুল সাহায্য চিনের
জেপি মরগানের দৃষ্টিভঙ্গি: এই প্রসঙ্গে জানিয়ে তাইহি যে, জেপি মরগানের মতে, ইউরোপে স্টিল স্প্রেড ১৮ শতাংশ QoQ এবং স্পট ভিত্তিতে ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর প্রভাব পড়বে টাটা স্টিলের আয়ের ওপর। কোম্পানির ইউরোপ ব্যবসায়িক ইউনিট ২০২৬-এর প্রথম ত্রৈমাসিকের মধ্যে EBITDA ব্রেকইভেনে পৌঁছতে পারে। যেটি ইঙ্গিত দেয় যে, এই শেয়ারটি ভ্যালু অনেক কম রয়েছে এবং আরও উর্ধ্বগতি সম্ভব।
আরও পড়ুন: বড় খবর! এবার আমেরিকা থেকে এল Good News, লাফিয়ে শক্তি বাড়ল ভারতের, জানলে হবেন খুশি
মুনাফাতে হ্রাস: টাটা স্টিল ২০২৪ সালের অক্টোবর-ডিসেম্ব ত্রৈমাসিকের জন্য তার ফলাফল প্রকাশ করেছে। যেখানে কোম্পানির নিট মুনাফা ৪৩ শতাংশ কমে ২৯৫.৪৯ কোটি টাকা হয়েছে। যা গত বছরের একই সময়ে ৫২২.১৪ কোটি টাকা ছিল। এদিকে, কোম্পানির মোট আয় দাঁড়িয়েছে ৫৩.২৩১ কোটি টাকায়। যা গত বছরের একই সময়ে ছিল ৫৪,৭২৭.৩০ কোটি টাকা।