করোনাভাইরাসের মোকাবিলায় ভারতের প্রশংসায় পঞ্চমুখ এক বিদেশিনী

বাংলাহান্ট ডেস্কঃ বেশ কিছু দিন আগে থেকেই জানা গিয়েছিল ভারত সরকার (Government of India) করোনাভাইরাসের (corona virus) মোকাবিলা করছে। আর এ ব্যপারে এক বিদেশিনী (Foreigner) প্রশংসায় পঞ্চমুখ হলেন।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো। সেই ভিডিয়োতে ব্রিটিশ ওই মহিলা করোনা মোকাবিলায় ভারতের পদক্ষেপ দেখে তাজ্জব হয়ে গিয়েছেন। তিনি বলছেন, ‘আমি ভারতে যাচ্ছিলাম। কিন্তু ভারত সরকার সমস্ত ট্যুরিস্ট ভিসা বাতিল করে দিয়েছে করোনার কারণে।’ তিনি আরও জানান,
সম্প্রতি তাঁরই এক বন্ধু ভারতে এসেছিল। আর ভারতে এসে দিল্লি এয়ারপোর্টে তাঁর স্ক্রিনিং করা হয়েছিল। সঙ্গে ওই মহিলা আরও বলছেন যে, তাঁর বন্ধুও অবাক হয়ে গিয়েছিলেন করোনা ভাইরাস রুখতে দিল্লি এয়ারপোর্টের এমনতর পদক্ষেপ দেখে।

modi 202949

উহান থেকে যে সময়ে ভারতীয় ছাত্র-ছাত্রীদের করোনার কারণে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছিল, সেই সময়ে চুপটি করে বসেছিল পাকিস্তান। ভারতীয় ছাত্র-ছাত্রীদের দেশে ফেরা দেখে রীতিমতো কান্না শুরু করে দিয়েছিলেন পাক পড়ুয়ারা। আর তখনই তাঁরা বলে উঠেছিলেন, ‘ভারতের কাছে শিখুন।’ আর এ বার করোনা মোকাবিলা নিয়ে ভারত সরকারের প্রশংসায় করতে শোনা গেল এক ব্রিটিশ মহিলাকে।

হু-এর তরফে এ দিন জানানো হয়েছে, বিশ্বজুড়ে করোনা আক্রান্ত হয়েছেন ১,৬৭,৫১১ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩,৯০৩ জন। বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬,৬০৬।
পাশাপাশিই ওই বিদেশিনী আরও তুলে ধরেছেন যে, হেথরো এয়ারপোর্টে তাঁরই ওই বন্ধু করোনা মোকাবিলায় ব্রিটিশ সরকারের এক্কেবারে ঢিলেঢালা পদক্ষেপ চাক্ষুষ করেছেন। আর এরপরই ব্রিটিশ ওই মহিলা সোজা সরকারের উপর প্রশ্ন ছুড়ে দিয়ে বলছেন, ‘মারণ এই ভাইরাস রোধে কোনও গুরুতর পদক্ষেপ গ্রহণ করেনি ব্রিটেন। বরং ভারতের থেকে শেখা উচিত।’

 


সম্পর্কিত খবর