অপারেশন সিঁদুরের পর ভারতে ঢোকার চেষ্টা, শোনেননি বারণ! BSF-এর গুলিতে মৃত্যু পাক নাগরিকের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ পহেলগাঁও কাণ্ডের (Pahalgam Terror Attack) পর থেকেই ভারত-পাকিস্তান সংঘাত আরও তীব্র হয়েছে। অপারেশন সিঁদুরের (Operation Sindoor) পর ফুঁসছে ‘শত্রু’ দেশ। সীমান্তে গোলাগুলি চলছে। এই পরিস্থিতিতে কাঁটাতার পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন একজন পাক নাগরিক। সীমান্তরক্ষা বাহিনীর (Border Security Force) তরফ থেকে বারণ করা হলেও শোনেননি। বাধ্য হয়ে গুলি চালালে প্রয়াত হন ওই ব্যক্তি।

চরমে উঠেছে ভারত-পাক সংঘাত!- (Border Security Force)

বিএসএফ জানিয়েছে, বুধবার ভোররাত ২:৩০ নাগাদ ঘটনাটি ঘটেছে। পাঞ্জাবের ফিরোজপুরের লাখা সিংওয়ালা পোস্টের ২০৭/১ নম্বর ফটকের কাছে ওই পাক নাগরিককে দেখতে পান সীমান্তরক্ষা বাহিনীর জওয়ানরা। তাঁকে একাধিকবার থামতে বলা হলেও তিনি শোনেননি। এরপরেই বাধ্য হয়ে গুলিচালনা করে বিএসএফ। প্রয়াত পাক নাগরিকের নাম-পরিচয় এখনও জানা যায়নি বলে খবর। তিনি সাধারণ নাগরিক নাকি অন্য কোনও যোগ রয়েছে সেটা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, আন্তর্জাতিক সীমান্তে ওই ব্যক্তিকে চোখে পড়তেই তাঁকে পিছু হটতে বলেন জওয়ানরা। একাধিকবার সতর্ক করা হয়। তবে তিনি সেই নির্দেশ মানেননি। শেষমেষ সীমান্তরক্ষা বাহিনীর (BSF) গুলিতে প্রাণ হারান তিনি।

আরও পড়ুনঃ ‘১০০-র বেশি জঙ্গি নিধন’! এখনও শেষ হয়নি অপারেশন সিঁদুর? সর্বদল বৈঠকে বড় বার্তা প্রতিরক্ষামন্ত্রীর

কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর এদেশে একাধিক পাকিস্তানি (Pakistani) নাগরিক ধরা পড়েছে। এই সপ্তাহেই পাঞ্জাবের গুরুদাসপুরে একজন ধরা পড়েন। এছাড়া রাজস্থানে গ্রেফতার হয়েছেন একজন পাক রেঞ্জার। অন্যদিকে ভুলবশত সীমান্ত পেরিয়ে পাকিস্তানের এলাকায় চলে যাওয়ায় সেদেশে বন্দি ভারতের বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ।

Border Security Force
প্রতিনিধিত্বমূলক ছবি

উল্লেখ্য, পহেলগাঁও কাণ্ডের ‘জবাব’ স্বরূপ মঙ্গলবার মধ্যরাতে অপারেশন সিঁদুর অভিযান চালিয়েছে ভারতীয় সেনা। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গিঘাঁটি ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। খতম হয়েছে ১০০-র বেশি জঙ্গি।

এই পরিস্থিতিতে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল এক পাকিস্তানি নাগরিক। বিএসএফের (Border Security Force) একাধিক বারণ শোনেননি। শেষমেষ বাধ্য হয়ে সীমান্তরক্ষা বাহিনী গুলি চালালে ওই ব্যক্তির মৃত্যু হয়।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X