মধ্যরাতে বারুইপুরে শ্যুট আউট! মৃত এক, জখম আরও এক, অভিযুক্তের বাড়িতে আগুন

বাংলা হান্ট ডেস্কঃ মধ্যরাতে বারুইপুরে (Baruipur) চললো এলোপাথাড়ি গুলি! মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনায় গুরুতর ভাবে আহত আরও এক যুবক। উঠল প্রকাশ্যে গুলি করে এক যুবককে খুনের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকাল থেকে উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর এলাকায় (South 24 parganas)।

সূত্রের খবর, মঙ্গলবার রাত দুটো নাগাদ এই ঘটনাটি ঘটে বারুইপুর পূর্ব বিধানসভার নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের গৌড়দা গ্রামে। মৃত ব্যক্তির নাম সাজ্জাদ মণ্ডল ( ৪৮)। বাড়ি নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের গোড়দা এলাকায়। ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও এক যুবক। আহত যুবকের নাম শারফুদ্দিন লস্কর (৩১)। একই গ্রাম পঞ্চায়েতের হিমচি এলাকায় তার বাড়ি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাজ্জাদ নামে ওই ব্যক্তি তার বন্ধু শারফুদ্দিনের সঙ্গে মঙ্গলবার সন্ধ্যায় মেলায় বেড়াতে গিয়েছিলেন। রাতে ফিরতে দেরি হওয়ায় পরিবারের সদস্যরা তাকে ফোন করেছিলেন। পরিবার সূত্রে দাবি, তিনি জানিয়েছিলেন, ফিরতে দেরি হবে। এরপরেই ঘটে দুর্ঘটনা। রাত দুটো নাগাদ তাদের কাছে ফোন আসে, সাজ্জাদ গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও একজন।

ঘটনায় তড়িঘড়ি করে আশঙ্কাজনক অবস্থায় দুজনকেই উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সাজ্জাদকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অন্যদিকে, আরেক গুলিবিদ্ধ শারফুদ্দিনের অবস্থার ক্রমশ্য অবনতি হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। ঘটনার খবর প্রকাশ্যে আসতেই বুধবার সকাল থেকে গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শ্যুট আউট ঘটনায় মূল অভিযুক্ত হিসাবে বলাই নামের এক স্থানীয় ব্যক্তির নাম সামনে আসায় বলাইয়ের বাড়িতে সকালে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন উত্তেজিত জনতা।অন্যদিকে, ঘটনার পর থেকেই পলাতক মূল অভিযুক্ত সহ তার গোটা পরিবার।

baraipur

তবে কিসের দরুন খুন সহ গুলিবিদ্ধ হতে হল ওই দুজনকে তার কারণ এখনো জানা যায়নি। রাজনৈতিক কোনো প্রতিহিংসা নাকি পুরনো কোনও শত্রুতার জেরে গুলি, সেই বিষয় এখনো স্পষ্ট নয়। এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ। তদন্তে নেমেছেন তারা। পুলিশ সূত্রে খবর, এলাকা থেকে উদ্ধার হয়েছে গুলির খোল। পঞ্চায়েত ভোটের আগে প্রকাশ্যে শ্যুট আউটের ঘটনায় রীতিমতো শোরগোল পরে গেছে গোটা এলাকায়। পরিবেশ থমথমে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর