সংসদ ভবনে গুলি নিয়ে ঢুকল এক যুবক! সুরক্ষা কর্মীদের তৎপরতায় টলানো গেল বড়সড় অঘটন

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ সংসদ (Parliament) পরিসরে বৃহস্পতিবার এক যুবক বুলেট (গুলি) নিয়ে ভিতরে ঢুকে পড়ে। এরপর সুরক্ষা কর্মীরা তাঁকে গ্রেফতার করে। দিল্লী পুলিশ আজ এই কথা জানিয়েছে। যুবকের নাম আখতর খান বলে জানা গেছে।

শোনা যাচ্ছে যে, আখতার সংসদের গেট নং ৮ দিয়ে সংসদে প্রবেশ করার চেষ্টা চালাচ্ছিল। আর সেই সময় সুরক্ষা কর্মীরা তাঁকে গ্রেফতার করে নেয়। পুলিশ তাঁর কাছ থেকে গুলি উদ্ধার করেছে। সুরক্ষা কর্মীদের হাতে ধরা পড়ার পর আখতারকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

সম্পর্কিত খবর

X