বাংলাহান্ট ডেস্কঃ হাতের মুঠোয় মোবাইল থাকার দৌলতে আমরা ঘরে বসেই নানা ধরনের ভাইরাল ভিডিও (viral video) দেখতে পাই। তা কখনও হয়ত বা আনন্দের, আবার কখনও বেদনাদায়ক। আবার কখনও দেখা যায় মোবাইল স্ক্রিনের মধ্যে থাকা ভিডিও দেখে আবেগের জোয়াগের গা ভাসালেন নেটিজনরা। আবার অনেক সময় দেখা যায় কিছু ভয়ানক ভিডিও।
সম্প্রতি সময়ে এক ভাইরাল ভিডিও দেখে আতকে উঠল নেটিজনরা। যা দেখে এই শীতের দিনেও ঘাম ঝড়তে শুরু করেছে নেটনাগরিকদের। আর এই ভয়ঙ্কর ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে নেটমাধ্যমে।
ঘটনাটি ঘটেছে আসামের (assam) ধুবরি জেলার তামারহাটে। শনিবার সেখানে কনক রাই নামে এক ব্যক্তিকে তাড়া করে একটি বন্য হাতি (elephant)। বছর ৩০-র ওই ব্যক্তি হাতির হানা থেকে নিজেকে বাঁচাতে ছোটাছুটি করতে থাকেন। এর ফলে ওই ব্যক্তি গুরুতর আহত হয়ে পড়েন। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। আর গোটা ঘটনাটা দাঁড়িয়ে থেকে ভিডিও করলেন কিছু মানুষ।
https://twitter.com/hemantakrnath/status/1472122827566239745?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1472122827566239745%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.indiatoday.in%2Findia%2Fstory%2Fman-chased-attacked-elephant-assam-tamarhat-injured-video-1889459-2021-12-19
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি ব্যক্তিকে তাড়া করছে একটি বন্য হাতি। মানুষটি নিজেকে বাঁচানোর জন্য ধানক্ষেতের মধ্যে দিয়ে দৌড়াচ্ছিলেন। ধানক্ষেতের মধ্যে পড়ে গেলেও, তাকে ওই অবস্থাতেই আক্রমণ করে হাতিটি। শুঁড়ে তুলে আছাড় দেয় মানুষটিকে।
স্থানীয়রা জানান, এরপর ওই ব্যক্তিকে সেখান থেকে উদ্ধার করে তামারহাটের একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তারপর সেখান থেকে চিকিৎসকরা তাকে ধুবড়ি সিভিল হাসপাতালে রেফার। তাদের দাবি প্রায়ই এখানে এরকম বুনো হাতি হানা দিতে দেখা যায়। স্যোশাল মিডিয়ায় এই দৃশ্যের ভিডিও শেয়ার হতেই ভাইরাল হয়ে যায়।