বাংলা হান্ট ডেস্ক : দুর্মুল্যের বাজার। জিনিসপত্রের আকাশ ছোঁয়া দাম। এই সময় বাইরে বেরলে খিদে পেলেই বিপদ। কারণ খাবারের যা দাম বেড়েছে তাতে একশোর নীচে ভালো খাবার পাওয়াই দায়। তবে এই বাজারেও কিন্তু বিনামুল্যে পুষ্টিকর খাবার পাওয়া যায়। যদিও রেঁস্তোরা নয়। রাস্তার ধারের দোকান। কিন্তু তাতে কি, খাবারটা তো বেশ ভালো আর তাতেই ভিড় জমে যায় ওই বাঁশের কাঠামো দিয়ে তৈরি টিন ঘেরা ঝুপরি ঘেরা একটি দোকানে।
যদিও এরাজ্যের ঘটনা নয়। তামিলনাড়ুর রামেশ্বরমে অবস্থিত অগ্নি তীর্থ নামের এই দোকান। দোকান চালান এক সত্তর বছরের বৃদ্ধা। হয়তো দোকানের স্বচ্ছলতা নেই কিন্তু তাঁর একটাই লক্ষ্য তা হল দরিদ্র মানুষকে বিনামূল্যে পেটভরা খাবার দেওয়া। হ্যাঁ ইডলির দাম 30 টাকা প্রতি প্লেট। কিন্তু তাতেও দাম না দিলে বৃদ্ধা হাসি মুখে মেনে নেন। বরং আবার চাইলে আবারও দিয়ে দেন।
Tamil Nadu: A 70-yr-old woman Rani runs an idli shop near Agni Tirtham in Rameswaram&serves idli free of cost to the poor;says,“We charge Rs.30 for a plate of idli,but we do not insist upon money. Who doesn’t have money,we don’t charge them. We still use wood as fuel for cooking” pic.twitter.com/yQuwihqv8o
— ANI (@ANI) September 15, 2019
তাঁর নাম রানী। প্রতিদিন এই তীর্থক্ষেত্রে হাজার হাজার মানুষ পুজো দিতে আসেন। তারপর পুজো শেষে এই ইডলির দোকানে ভিড় জমান সকলেই। এছাড়াও অনেক মানুষ যারা দু বেলা খেতে পাননা তাঁদের তো নিত্য ঠিকানা রানী দেবীর দোকান। শুধু ইডলিই নয় বিনামুল্যে দিলেও সাম্বার, চাটনি সবটাই দেন তিনি। আর সকলকে খাইয়ে তাঁর মন ভরে।
এই প্রসঙ্গে বলতে গিয়ে, সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, “এমনিতে এক প্লেট ইডলির দাম এখানে ৩০ টাকা। তবে আমরা টাকা দেওয়ার জন্য কাউকেই সে ভাবে চাপ দিই না। যাঁর সামর্থ আছে তিনি দাম দেন, যাঁর নেই তাঁর থেকে আমরা টাকা চাই না।”