নেতা মন্ত্রীদের পর এবার স্কুল শিক্ষক! চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা হাতানোর অভিযোগে গ্রেফতার

বাংলাহান্ট ডেস্ক : বাংলায় শিক্ষক দুর্নীতিতে (Teacher’s Recruitment Scam) এতদিন যুক্ত হচ্ছিলো বিভিন্ন নেতা মন্ত্রীদের নাম। তাঁদের নামে শোনা যেতো কোটি কোটি টাকার তছরূপের (Money laundering) খবর আবার কেউ চাকরির লোভ দেখিয়ে টাকা হাতড়ে নিতেন প্রার্থীর হাত থেকে। এবার টাকা হাতানোর অভিযোগ উঠলো একজন স্কুল শিক্ষকের (School Teacher) বিরুদ্ধে। শিলিগুড়ির (Siliguri) বরদাকান্ত স্কুলের সংস্কৃতের শিক্ষক পঙ্কজ বর্মনের নামে অভিযোগ ওঠে যে তিনি একজনের থেকে ১৭ লক্ষ টাকা ঘুষ নিয়ে তাঁর সাথে প্রতারণা করেন, এবং চাকরি দেননি। এই অভিযুক্ত শিক্ষককে আমবাড়ি থানার পুলিশ পাকড়াও (Arrest) করে শিলিগুড়ি থেকে।

তাঁর নামে এই অভিযোগ আনেন কোচবিহারের মাথাভাঙ্গাপুর অঞ্চলের বাপ্পা মালাকার নামের এক বাসিন্দা। তিনি সংবাদ মাধ্যমকে জানান যে, ২০১৬ সালে যে টেট পরীক্ষা হয়েছিল তাতে তিনি পাশ করেছিলেন এবং এই সংস্কৃতের শিক্ষক তাঁকে লোভ দেখান যে যদি বাপ্পা তাঁকে ১৭ লক্ষ টাকা দেয় তাহলে তিনি তাঁর চাকরির ব্যবস্থা করে দেবেন। যখন বাপ্পা বুঝতে পারেন যে পঙ্কজ তাঁকে ঠকিয়েছেন এবং তিনি কোনোদিনই তাঁর চাকরির ব্যবস্থা করতে পারবেন না, তিনি সঙ্গে সঙ্গে পুলিশের কাছে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

আর তারপরেই গ্রেপ্তার করা হয় ওই শিক্ষককে। এই ঘটনার জেরে এলাকায় চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। বাপ্পা সংবাদ মাধ্যমকে বলেন যে, ২০১৬ তে তিনি আপার প্রাইমারিতে চাকরির জন্য টেট পরীক্ষায় বসেন এবং পাশও করে যান। কিন্তু চাকরির কোনো চিঠি না আসায় বছর তিনেক আগে সন্তোষ বর্মন নামে জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের আমবাড়িতেই একজন হাইস্কুলের বাংলা শিক্ষক তাঁর এজেন্ট সহ তাঁর সাথে দেখা করেন এবং বাপ্পাকে জানান যে তিনি যদি সন্তোষকে ১৭ লক্ষ টাকা দেন তাহলে তাঁর চাকরি নিশ্চিত।

Teacher Pankaj arrested

কিন্তু বাপ্পা ধীরে ধীরে বুঝতে পারেন যে, তাঁর চাকরি আর হবে না। তাই তিনি পুলিশের সাহায্য নেন এবং গত ৯ই জানুয়ারি গ্রেপ্তার হন সন্তোষ বর্মন। এরপরই শনিবার আরও চাঞ্চল্যকর মোড় নেয় এই অভিযোগ। রীতিমতো শোরগোল পড়ে যায় এলাকায়। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করে পুলিশ। এরপরেই, পুলিশ সূত্রেই জানানো হয় যে, সন্তোষকে জেরা করেই তাঁরা পঙ্কজ এবং আরও অন্যান্য শিক্ষকদের খোঁজ পান।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর