বাংলা হান্ট ডেস্ক : কিছুদিন আগেই খবর মিলেছিল আইফোন (iPhone) কেনার জন্য নিজের সদ্যজাত সন্তানকে বিক্রি করে দিয়েছে এক দম্পতি। ইনস্টাগ্রাম রিলস বানানোর জন্য নাকি এরকম একটা চাঞ্চল্যকর সিদ্ধান্ত নিয়েছিলেন ঐ দম্পতি। আর এবার খবর, আবারও এক ২১ দিনের কন্যাসন্তানকে বিক্রির (Women Sold Own Daughter) অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে।
সম্প্রতি এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে খোদ কলকাতার বুকে। জানা যাচ্ছে, কলকাতার (Kolkata) আনন্দপুরের (Anandapur) এক দম্পতি ৪ লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছেন। এই ঘটনায় অভিযুক্ত মা সহ ছ’জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরপর তদন্ত করে শিশুকন্যাটিকেও উদ্ধার করেছে পুলিশ (Police)। বেহালা থেকে উদ্ধার করা হয়েছে এই শিশুকন্যাটিকে।
পুলিশ সূত্রে খবর, ঐ শিশুকন্যাটিকে আইভিএফ পদ্ধতিতে জন্ম দিয়েছিলেন অভিযুক্ত। তবে এরপর তিনি কেন নিজের সন্তানকে বিক্রি করে দিলেন তা নিয়ে রহস্য দানা বেঁধেছে তদন্তকারীদের মনে। ঐ মা কেবল টাকার লোভেই ওই শিশুকে বিক্রি করেছে কি না তা এখনও জানা যায়নি। বিষয়টি ইতিমধ্যেই খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ।
আনন্দপুরের স্থানীয়দের দাবি, অভিযুক্ত মহিলা তিন জন শিশুকে নিয়ে নোনাডাঙ্গা রেল কলোনির একটি বাড়িতে একাই থাকতেন। এবং এই তিনজনকেই নিজের সন্তান বলেই পরিচয় দিয়েছিলেন তিনি। তবে বিগত কয়েকদিন ধরেই তার ২১ দিনের কন্যাসন্তানকে দেখা যাচ্ছিলনা। এরপরেই স্থানীয়রা সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করেন। আর সেই অভিযোগের ভিত্তিতেই মহিলাকে পুলিশ হেফাজতে নেন।
জানা যাচ্ছে, এই ঘটনায় জড়িত আরও ৫ জনকে গ্রেফতার করেন পুলিশ। এরপর সূত্র ধরে বেহালা থেকে ঐ কন্যা সন্তানকে উদ্ধার করেন পুলিশ। সাথে পুলিশ এটাও সন্দেহ করছে, এর পেছনে হয়ত কোন চক্র কাজ করছে। গোটা বিষয়টাকেই খুঁজে বার করতে তৎপর হয়েছেন তদন্তকারী কর্মকর্তারা। একথা তো জানেনই যে, সন্তানকে এভাবে কেনা আইন বিরুদ্ধে। মানুষ এভাবে কেনা বেচা করা যায় না। তবে এই ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা বাংলাকে।
কেউ আইফোন কেনার জন্য সন্তানকে বিক্রি করে দিচ্ছেন তো কেউ আবার টাকার নেশায় সন্তান বিক্রি করে দিচ্ছেন, এমনটা মোটেও হওয়া উচিত নয়। এই ধরণের মানুষ কার্যত বাস্তব জ্ঞান হারিয়ে ফেলেছেন। বিশেষজ্ঞরাও এই বিষয়গুলি দেখে চমকে গেছেন। মানুষ ঠিক কোনদিকে এগিয়ে চলেছে? তবে কি মানুষ তাদের মান-হুঁশ হারিয়ে ফেলেছে? বিশেষজ্ঞদের প্রশ্ন এমনটাই।