ভারতে দুর্দান্ত ফিচার্সের স্মার্টফোন লঞ্চ করল OnePlus! এর বৈশিষ্ট্য জেনে চমকে যাবেন

বাংলা হান্ট ডেস্ক: অবশেষে অপেক্ষার অবসান! ভারতে লঞ্চ হয়ে গেল OnePlus-এর নতুন স্মার্টফোন OnePlus Nord 3 5G। মূলত, টেকপ্রেমীদের কাছে OnuPlus-এর ডিভাইসগুলি পছন্দের তালিকায় একদম প্রথমসারিতে থাকে। এমতাবস্থায়, সংশ্লিষ্ট সংস্থার এই নতুন স্মার্টফোনকে ঘিরে যে প্রবল আগ্রহ পরিলক্ষিত হচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই স্মার্টফোনটির একের পর এক দুর্দান্ত ফিচার্স রীতিমতো অবাক করেছে সবাইকে। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

রয়েছে আকর্ষণীয় ডিসপ্লে: OnePlus Nord 3 5G স্মার্টফোনটিতে রয়েছে একটি 6.74 ইঞ্চির সুপার ফ্লুইড AMOLED ডিসপ্লে। পাশাপাশি, এতে 120Hz-এর রিফ্রেশ রেট উপলব্ধ রয়েছে। এদিকে, এই স্মার্টফোনের স্ক্রিন টু বডি রেশিও হল 93.5 শতাংশ। এছাড়াও, এই ডিসপ্লে HDR 10+ সাপোর্ট করে। পাশাপাশি, রয়েছে Dragontrail গ্লাস। যা ডিসপ্লেটিকে সুরক্ষিত করে।

স্টোরেজ: উল্লেখ্য যে, এই ফোনটিতে রয়েছে MediaTek Dimensity 9000 SoC চিপসেট। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, OnePlus Nord 3 5G দু’টি ভেরিয়েন্টে উপলব্ধ হয়েছে। প্রথমটি হল 8 GB LPDDR5X RAM এবং 128 GB-র ইন্টারনাল স্টোরেজ। পাশাপাশি, অপরটি হল 16 GB LPDDR5X RAM এবং 256 GB-র ইন্টারনাল স্টোরেজ। মূলত, এই ফোনটি গত বছর লঞ্চ হওয়া OnePlus Nord 2T-র আপগ্রেড ভার্সন।

OnePlus Nord 3 5G-র ক্যামেরা সেটআপ: OnePlus Nord 3 5G স্মার্টফোনের পিছনের প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। এর প্রাইমারি ক্যামেরাটিতে 50MP-র Sony IMX890 সেন্সর সহ OIS-এর সাপোর্ট উপলব্ধ থাকবে। এদিকে, সেকেন্ডারি ক্যামেরাটি হবে 8MP-এর। যেটি হল একটি IMX355 ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স। এতে রয়েছে 2 MP-র ম্যাক্রো ক্যামেরা লেন্সও। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য একটি 16-MP-র ক্যামেরাও দেওয়া হয়েছে।

ব্যাটারি এবং ফাস্ট চার্জিং: OnePlus Nord 3 5G স্মার্টফোনে 5000mAh-এর ব্যাটারি রয়েছে। পাশাপাশি, এই স্মার্টফোনে থাকবে 80W-এর SuperVOOC ফাস্ট চার্জার। যার মাধ্যমে মাত্র ৩২ মিনিটেই ফোনটি ফুল চার্জ হয়ে যাবে। উল্লেখ্য যে, এই স্মার্টফোনটি OnePlus Nord 3 বেসড OxygenOS 13.1-তে কাজ করবে।

রয়েছে আরও ফিচার্স: এছাড়াও এই ফোনে থাকছে আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। পাশাপাশি থাকছে ডুয়েল স্টিরিও স্পিকার। এই ফোনটি, দু’টি কালারে উপলব্ধ রয়েছে। সেগুলি হল গ্রিন এবং টেম্পেস্ট গ্রে।

OnePlus has launched a smartphone with great features in India

দাম: এদিকে, ইতিমধ্যেই এই দুর্দান্ত স্মার্টফোনের দাম সম্পর্কে বিস্তারিত তথ্য জানা গিয়েছে। মূলত, OnePlus Nord 3 5G স্মার্টফোনের 8 GB RAM+128 GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম হল 33,999 টাকা। পাশাপাশি, 12 GB RAM+256 GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম হল 37,999 টাকা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর