বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি, এসএসসি (SSC) মামলায় প্রাক্তন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতা পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা নগদ অর্থ এবং সোনা গয়না উদ্ধার করেছে ইডি (ED), যা গিয়ে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বাংলায়। এর মাঝে গতকাল হাওড়ায় (Howrah) একটি গাড়ি থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অর্থ।
ঘটনাস্থলে ওই গাড়িতে ঝাড়খণ্ডের তিন কংগ্রেস (Congress) বিধায়ককেও আটক করা হয়েছে, যা ঘিরে শোরগোল ছড়িয়েছে সর্বত্র। এমনকি বর্তমানে এই ঘটনায় বিজেপির (BJP) দল ভাঙানোর ষড়যন্ত্র রয়েছে বলেও অভিযোগ ছুঁড়ে দিয়েছে কংগ্রেস। এক্ষেত্রে ‘অপারেশন লোটাস’-এর মাধ্যমে ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন ও কংগ্রেসের সরকারকে ফেলে দেওয়ার চক্রান্ত করে চলেছে বিজেপি, ঠিক এই অভিযোগে এদিন কেন্দ্র সরকারকে কটাক্ষ করেছে কংগ্রেস।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে জাতীয় কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, “বিজেপি অপারেশন লোটাসের মাধ্যমে ঝাড়খণ্ডে সরকার ভাঙার চেষ্টা করে চলেছে। ঠিক যেমনটা সম্প্রতি মহারাষ্ট্রে ই-ডি জুটি করেছে।” এক্ষেত্রে ই-ডি বলতে একনাথ শিন্ডে এবং দেবেন্দ্র ফড়ণবিশের জোটের কথাই বোঝাতে চেয়েছেন কংগ্রেস নেতা।
উল্লেখ্য, সম্প্রতি মহারাষ্ট্র-এ শিবসেনা দলের বিরুদ্ধে বিদ্রোহ করেন একনাথ শিন্ডে এবং পরবর্তীতে বিজেপির সঙ্গে জোট করে উদ্ধব ঠাকরে সরকারের পতন ঘটান তিনি। ফলে মহারাষ্ট্রের ন্যায় ঝাড়খণ্ড সরকার ফেলার জন্য যে এই বিপুল পরিমাণ অর্থ নিয়ে যাওয়া হচ্ছিল, সে ব্যাপারে মন্তব্য প্রকাশ করেছে বিরোধী দলগুলি। প্রসঙ্গত, গতকাল সন্ধ্যের দিকে হাওড়ার পাঁচলা থানার অন্তর্গত রানিহাটি এলাকায় একটি গাড়ি থেকে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করা হয়। এক্ষেত্রে তিন কংগ্রেস বিধায়ক ইরফান আনসারি, রাজেশ এবং নমন বিকসলকে আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, “আমাদের কাছে গতকাল খবর আসে, একটি কালো রংয়ের গাড়ি করে বিপুল অর্থ নিয়ে যাওয়া হতে চলেছে। এর পরে আমরা সকল গাড়ির ওপর নজর রাখি এবং পরবর্তীতে তিন কংগ্রেস বিধায়ক সহ একটি গাড়িকে আটক করা হয়। টাকা গোনা হচ্ছে এবং সেই টাকা কোথা থেকে এলো, সে সম্পর্কে তদন্ত করে দেখা হবে।”
ঝাড়খণ্ড কংগ্রেসের মতে, মহারাষ্ট্রের মতো ঝাড়খণ্ড সরকারকে ফেলে দেওয়ার জন্য বিজেপি চক্রান্ত করে চলেছে। এক কংগ্রেস নেতা জানান, “আমরা মহারাষ্ট্রে দেখেছি, কিভাবে ষড়যন্ত্র করে শিবসেনা সরকারকে ক্ষমতা থেকে সরানো হয়েছে। ফলে এখানেও এই চক্রান্তই করে চলেছে বিজেপি।”
পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস তরফ থেকে গতকাল একটি টুইট করে জানানো হয়, “বিধায়কদের কেনাবেচা এবং ঝাড়খণ্ড সরকার ফেলে দেওয়ার খবর মাঝে গতকাল হাওড়া থেকে তিন কংগ্রেস বিধায়কসহ একটি গাড়ি এবং বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করা হয়েছে। এই অর্থের উৎস কি, সে সম্পর্কে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি তদন্ত করবে নাকি এক্ষেত্রে তদন্ত কেবলমাত্র কয়েকজনের ক্ষেত্রে প্রযোজ্য?”
স্বাভাবিকভাবেই যে মুহূর্তে কংগ্রেস, তৃণমূল ও অন্যান্য বিরোধী দলগুলি বিজেপিকে কাঠগড়ায় তুলে চলেছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে পাল্টা দিয়েছে পদ্মফুল শিবিরও। বিজেপির এক নেতা জানান, “যে অর্থ পাওয়া গিয়েছে, এর পিছনে কংগ্রেস জড়িত রয়েছে। এর আগেও ঝাড়খণ্ডে এক কংগ্রেস নেতার বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়। এখানেও তাদের যোগ রয়েছে।”