স্বস্তি! উইকেন্ডেই এক ধাক্কায় কমবে পেঁয়াজের দাম, জানিয়ে দিল টাস্ক ফোর্স

বাংলা হান্ট ডেস্কঃ সবজির বাজারে যেন আগুন। সবকিছুরই দাম হুহু করে বাড়ছে। আর সেই তালিকার শীর্ষে পেঁয়াজ (Onion Price)। রাজ্যের (West Bengal) কোনো কোনো জায়গায় তো পেঁয়াজের দাম একশো টাকাও ছুঁয়েছে। যার জেরে রাতের ঘুম উড়েছে মধ্যেভিত্তের। এক কিলো পেঁয়াজ আর কিছু সবজি কিনতে গিয়েই ফুরিয়ে যাচ্ছে বাজারের টাকা। তবে এবার কিছুটা স্বস্তির খবর এল। এবার দাম কমতে পারে পেঁয়াজের। তেমনই খবর দিল টাস্ক ফোর্স।

কলকাতার বাজারে যে পেঁয়াজ আসছিল তা মূলত যোগান দিচ্ছিল মহারাষ্ট্র। আগামী ২০ নভেম্বর মহারাষ্ট্রে বিধানসভা ভোট রয়েছে। তার আগে বিদেশে পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। যার ফলে কিছুদিনের মধ্যে পেঁয়াজের দাম অনেকটাই বেড়ে গিয়েছিল। মহারাষ্ট্রের উপর নির্ভরশীলতা থেকেই বাড়ছিল পেঁয়াজের দাম।

এদিকে আবার দীপাবলি, ছট পুজো উপলক্ষ্যে নাসিক পেঁয়াজ মান্ডিতে কৃষকরা সাত দিন পেয়াজ দেননি। এর জেরে অন্ধ্রপ্রদেশ এবং রাজস্থান এই সমস্ত রাজ্য থেকে পেঁয়াজের ট্রাক আসার কথা থাকলেও মান্ডিতে কাজ করা অধিকাংশ শ্রমিকরাই তখন ছুটিতে ছিল। এই সবকিছুর মিলিত প্রভাবে কলকাতায় হুড়মুড়িয়ে বাড়ছিল পেঁয়াজের দাম।

বর্তমানে উৎসবে পালা কেটেছে। চলতি সপ্তাহেই অন্ধ্রপ্রদেশ থেকে প্রচুর পরিমাণে পেঁয়াজ চুকেছে রাজ্যে। রাজস্থান থেকেও দুই একের মধ্যেই পেঁয়াজ ঢোকার কথা। অর্থাৎ বেশ কিছুটা যোগানের ঘাটতি মিটবে। সেই পেঁয়াজের দাম পাইকারি বাজারে ৪৫ থেকে ৫৫ টাকার মধ্যেই থাকতে চলেছে। অর্থাৎ সপ্তাহন্তেই মধ্যভিত্তের সাধ্যের মধ্যে ৫০ থেকে ৬০ টাকা প্রতি কিলো পেঁয়াজ মিলবে।

onion 2

আরও পড়ুন: স্বাস্থ্যসাথী নিয়ে অনিয়ম অতীত! রাজ্যবাসীর সুবিধার্থে এবার বিরাট সিদ্ধান্ত সরকারের! জোর শোরগোল

যে সকল মাসিক নাসিক পেঁয়াজ খেতে চান তারা খেতে পারেন। সূত্রের খবর, শুধুমাত্র নাসিক পেঁয়াজ না রেখে যাতে মধ্যবিত্ত নিম্নবিত্ত ক্রেতার কথা মাথায় রেখে সহ ধরণেরই পেঁয়াজ সব বাজারে মজুত রাখা হয় সেই বিষয়ে পুলিসকে নিয়মিত নজর রাখতে বলা হয়েছে। অর্থাৎ শীঘ্রই কুলীন পেঁয়াজের দাম কমবে তেমনটাই আশা করা হচ্ছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর