গরমের ছুটির মাঝেও চলবে ক্লাস! বিজ্ঞপ্তি জারি করে বড় ঘোষণা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের

Published On:

বাংলাহান্ট ডেস্ক : আজ থেকেই গরমের ছুটি (Summer Vacation) পড়ে গেল রাজ্যের সমস্ত সরকারি স্কুল গুলিতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন, ৩০ শে এপ্রিল থেকে শুরু হবে গরমের ছুটি। সেই মতো এদিন থেকেই স্কুল গুলিতে ছুটি শুরু হল। এখন বেশ কিছুদিনের জন্য আর স্কুল যেতে হবে না পড়ুয়াদের। ছোটদের ক্ষেত্রে ঘুরতে যাওয়ার পরিকল্পনা ছকে ফেলা হলেও ছুটির (Summer Vacation) আনন্দে কিছুটা হলেও বাদ সেধেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। গরমের ছুটির মধ্যেও অনলাইন ক্লাসের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সংসদের তরফে।

রাজ্যের সরকারি স্কুল গুলিতে পড়ে গেল গরমের ছুটি (Summer Vacation)

এপ্রিল মাসের শেষ দিন গরমের ছুটি (Summer Vacation) পড়ল। একটা লম্বা ছুটি কাটানোর পর স্কুল খোলার কিছুদিন পরেই সেপ্টেম্বর মাসে রয়েছে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা। এমনিতেই পড়ুয়াদের সিলেবাস এবং পরীক্ষার ধরণ বদলেছে। প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে যাতে কোনো সমস্যা না হয় তাই এই অনলাইন ক্লাসের ব্যবস্থা সংসদের।

Online class will go on during summer vacation in school

ছুটিতেও অনলাইন ক্লাসের ব্যবস্থা: উল্লেখ্য, তৃতীয় এবং চতুর্থ সেমিস্টার মিলিয়ে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন করা হবে। তাই পড়ুয়াদের প্রস্তুতি চলবে গরমের ছুটির (Summer Vacation) মধ্যেও। সেকথা মাথায় রেখেই অনলাইন ক্লাস করানোর প্রয়োজনীয়তার কথা উপলব্ধি করেছে সংসদ। সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এ বিষয়ে বলেন, পরীক্ষার প্রস্তুতিতে পড়ুয়ারা যাতে পিছিয়ে না পড়ে তার জন্যই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। শিক্ষক এবং ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে আলোচনা করে নিয়ে অনলাইন ক্লাস করতে পারে।

আরো পড়ুন : দীর্ঘ ৫ মাস পর অবশেষে স্বস্তি! অক্ষয় তৃতীয়ার শুভ দিনেই জামিন পেলেন চিন্ময়কৃষ্ণ দাস

উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের জন্য বিজ্ঞপ্তি: তবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের এই বিজ্ঞপ্তি নিয়ে বিতর্ক দেখা দিয়েছে ইতিমধ্যেই। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক বলেন, ছাত্রছাত্রীরা অনলাইন ক্লাস করায় মোটেই আগ্রহী নয়। বিদ্যালয় কর্তৃপক্ষ যদি অনলাইন ক্লাস (Summer Vacation) করায় আগ্রহী হয়ও তবুও পড়ুয়াদের উপস্থিতি অনেক কম থাকে।

আরো পড়ুন : মাহেন্দ্রক্ষণ মেনেই হল উদ্বোধন! দিঘার জগন্নাথ মন্দিরের দ্বার উন্মোচন করলেন মমতা

প্রসঙ্গত, ইদানিং দুদিন ধরে কলকাতায় পারদ পতন হলেও মে মাসে ফের গরম বাড়ার সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে স্কুলে গেলে পড়ুয়াদের অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা থাকছে। তাই ছুটি দিয়ে দেওয়ার পরিকল্পনা। উল্লেখ্য, যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা সুপ্রিম কোর্টের নির্দেশে আবারও স্কুলে যোগ দিয়েছিলেন, তাদেরও আপাতত স্কুলমুখো হতে হবে না।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X