বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে সময়ের সাথে তাল দিতে গিয়ে বাড়ির খাবার অনেকেই খেয়ে উঠতে পারেন না। সেক্ষেত্রে অনেকেরই আজকাল প্রথম পছন্দ বাইরের খাবার (Food)। অনলাইন ফুড ডেলিভারি (Online Food Delivery) অ্যাপগুলির দৌলতে সোনায় সোহাগা খাদ্য রসিকদের। মোবাইলের একটা ক্লিকেই পছন্দের রেস্তোরাঁ বা হোটেল থেকে খাবার অর্ডার করা হয়ে গেছে জলের মতো সহজ। অ্যাপের মাধ্যমে মেনু দেখে পেমেন্ট করলেই কেল্লাফতে। সঙ্গে সঙ্গে আপনার বাড়ির দোরগোড়ায় পছন্দের খাবার (Food) নিয়ে হাজির হয়ে যাবে ডেলিভারি বয়।
২০২৪ সালে সবথেকে বেশি অর্ডার হয়েছে যে খাবার (Food):
ভারতের অন্যতম বৃহত্তম ফুড ডেলিভারি অ্যাপ সুইগি জানাচ্ছে, ২০২৪ সালে তাদের অ্যাপের মাধ্যমে সবথেকে বেশি অর্ডার করা হয়েছে বিরিয়ানি (Biriyani)। লক্ষ লক্ষ মানুষ সুইগির (Swiggy) মাধ্যমে অর্ডার করেছেন বিভিন্ন স্বাদের বিরিয়ানি। সবথেকে বেশি অর্ডার করা খাবারের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে দোসা।
চলতি বছর প্রায় ২৩ মিলিয়ন গ্রাহক দক্ষিণ ভারতের জনপ্রিয় এই খাবার অর্ডার করেছেন সুইগিতে। এছাড়াও সুইগি জানাচ্ছে, ২০২৪ সালে রসমালাই অর্ডার করেছেন প্রায় ১০ লক্ষ গ্রাহক। স্থানীয় হিসাবের নিরিখে সুইগি তথ্য দিয়ে জানিয়েছে, দিল্লির বাসিন্দারা ছোলে বাটুরে অর্ডার করেছেন সবথেকে বেশি। সবথেকে বেশি নুডুলস অর্ডার করেছেন শিলংয়ের মানুষজন।
আরোও পড়ুন : মমতার এক ‘টিপসে’ই হু হু করে বেড়েছে বোরোলিনের বিক্রি! কীভাবে? অবাক করবে সেই গল্প
২০২৪ সালে সুইগি অ্যাপ ব্যবহার করে চন্ডিগড়ের বাসিন্দারা সবথেকে বেশি অর্ডার করেছেন আলু পরোটা। এই অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ জানাচ্ছে, ২০২৪ সালে ৩ মিলিয়ন মানুষ অর্ডার করেছেন চিকেন রোল। মাঝরাতে সবথেকে বেশি অর্ডার হয়েছে বার্গার। রাত ১২টা থেকে ২ টোর মধ্যে অর্ডার হয়েছে এইসব খাবার।