অর্ধেক দামে মিলছে আলু-পেঁয়াজ, অনলাইন বাজারেই ভিড় জনতার, মাছি তাড়াচ্ছে মুদি দোকানিরা

Published On:

বাংলাহান্ট ডেস্ক : সময় বদলেছে। যুগ যত পরিবর্তন হচ্ছে, ততই আরো বদল হচ্ছে বিভিন্ন ধরণ ধারণে। বর্তমানে মানুষ অতিরিক্ত প্রযুক্তির উপরে নির্ভর হয়ে পড়ছে। সম্প্রতি অনলাইনেই (Online Grocery) হয়ে যাচ্ছে বাজারের কেনাকাটাও, তাও আবার অনেক কম খরচে। মাত্র ৯ টাকা দরেই নাকি পাওয়া যাচ্ছে আলু এবং পেঁয়াজ। প্রতিদিন সকাল সাতটা থেকে নটার মধ্যে এই বিশেষ অফার দেওয়া হচ্ছে।

অনলাইন বাজার (Online Grocery) নিয়ে বাড়ছে চাহিদা

যেমনটা জানা যাচ্ছে, সুইগি ইনস্টামার্টে তরফে দেওয়া হচ্ছে এই দুর্দান্ত অফার। ৫০০ টাকার বেশি কেনাকাটা (Online Grocery) করলে আবার মাত্র ৬ টাকায় পাওয়া যাচ্ছে এক কেজি আলু আর পেঁয়াজ। অফার যে লোভনীয় তাতে সন্দেহ নেই। উপরন্তু বিনা পরিশ্রমে বাড়িতে বসেই পাওয়া যাচ্ছে সস্তায় বাজার (Online Grocery)। মানুষ কার্যত লুফে নিয়েছে এই অফার। তবে এর কী প্রভাব পড়ল বাজারে?

Online grocery shopping hikes as normal markets suffer

দাম কমানো নিয়ে চলছে প্রতিযোগিতা: অনলাইনে সব জিনিসপত্রের পাশাপাশি এখন কাঁচা বাজার (Online Grocery) কেনারও হিড়িক দেখা যাচ্ছে। সুইগি ইনস্টামার্টের পাশাপাশি ব্লিঙ্কিট, ফ্লিপকার্ট গ্রসারি, অ্যামাজন ফ্রেশ এর মতো অনলাইন সাইটগুলিও বেশ ভালো গ্রাহক টানে। এতদিন কে কত তাড়াতাড়ি পণ্য পৌঁছে দেয় তা নিয়ে চলত রেষারেষি। কিন্তু এবার প্রতিযোগিতা শুরু হয়েছে দাম নিয়ে। বাজারে দামাদামি করার থেকে অনলাইনে (Online Grocery) কম দামে কেনার দিকেই ঝুঁকছে মানুষ। এর বড়সড় প্রভাব পড়ছে বাজারে।

আরো পড়ুন : মহিলা কমরেডকে চূড়ান্ত অশ্লীল ইঙ্গিত! গুরুতর অভিযোগের মুখে সিপিএম নেতা বংশগোপাল চৌধুরী

বাজারে পড়ছে প্রভাব: কিন্তু এত কম দামে কীভাবে জিনিস মিলছে অনলাইনে? রাজ্য সরকারের টাস্ক ফোর্সের এক সদস্য জানান, তাঁরাও শুনেছেন অনলাইনে (Online Grocery) অর্ধেক দামে আলু বিক্রি হচ্ছে। বাজারে যেখানে ১ কেজি আলুর দাম ১৮ টাকা, সেখানে অনলাইনে তা পাওয়া যাচ্ছে মাত্র ৬ টাকায়।

আরো পড়ুন : গীতা পাঠ থেকে চিন্ময় কৃষ্ণের জন্য প্রার্থনা, জগন্নাথ মন্দির উদ্বোধনের দিনই সনাতনী সম্মেলনের ঘোষণা শুভেন্দুর

তিনি আরো বলেন, বড় বড় অনলাইন ব্যবসায়ীরা চাষীদের থেকে সরাসরি মাল কেনে। অনেকের মতে, অন্য কোনো পণ্যে দাম বেশি রেখে আলু সস্তায় বিক্রি করছে অনলাইন সাইটগুলি। নিত্য প্রয়োজনীয় আলু পেঁয়াজের মতো জিনিস কম দামে বিক্রি করলেও অন্য পণ্য বেশি দামে বিক্রি করে তা পুষিয়ে নিচ্ছে অনলাইন সাইটগুলি।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X