অমরনাথের পর এবার কাশী বিশ্বনাথ; অনলাইনে দেখা যাবে রুদ্র অভিষেক, প্রসাদের হোম ডেলিভারি

বাংলাহান্ট ডেস্কঃ করোনা পরিস্থিতিতে সংক্রমণ ছড়িয়ে পড়া আটকাতে এই মুহুর্তে যে কোনো স্থানে জমায়েত বন্ধ। হাজার হাজার ভক্ত এর মনোবাঞ্ছা পূর্ণ করতে এবার অভিনব পথে হাঁটতে চলেছে তীর্থস্থল গুলি। আগেই অনলাইনে সম্প্রচারিত হয়েছে অমরনাথের (amarnath) আরতি। এবার কাশী বিশ্বনাথের ( kashi viswanath) রুদ্র অভিষেকও প্রচারিত হবে অনলাইনে।

images 2020 07 08T144735.552

অনলাইনে রুদ্রাভিষেকের পাশাপাশি প্রসাদও বিতরণ করা হবে অনলাইনে। মাত্র ২৫১ টাকা অনলাইনে পাঠিয়ে দিলেই আপনার বাড়িতে প্রসাদ পাঠিয়ে দেবে কাশী বিশ্বনাথ মন্দির কর্তৃপক্ষ। স্পিড পোস্টে প্রসাদ পাঠানো হবে গরম নিরোধন ক্যানে করে।

images 2020 07 08T144542.436

এর আগে, শ্রী ভেঙ্কটেশ্বরা মন্দিরের পরিচালনা কমিটি তিরুমালা তিরুপতি দেবস্থানাম (‌টিটিডি) অন্ধ্রপ্রদেশের প্রতিটি জেলায় এই প্রসাদ ভক্তদের কাছে পৌঁছে দেওয়ার কথা ঘোষনা করেছিল। কার্যালয়ে গিয়ে ভক্তরা এই প্রসাদ সংগ্রহ করতে পারবে। পাশাপাশি অনলাইনে অর্ডারের ব্যবস্থাও। তবে তাও সংগ্রহ করতে হবে টিটিডি কার্যালয় থেকেই। ভক্তদের অনুরোধেই করোনা পরিস্থিতিতে প্রসাদ পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

Tirupati1 1
Tirumala, Andhra pradesh, india- 06 FEBRUARY 2018: Famous and ancient temple of Swami Venkateshwara or Balaji on the mountain Tirumala.

কিছুদিন আগেই, প্রথমবার ভারতের অন্যতম শ্রেষ্ঠ তীর্থ অমরনাথ ধামের (amarnath) আরতির ভিডিও সম্প্রচারিত (live streaming) হল ভক্তদের জন্য। রবিবার অমরনাথ শ্রাইন বোর্ড অমরনাথের আরতি ও দর্শনের সরাসরি সম্প্রচারের জন্য বিশেষ ব্যবস্থা করেছিল।

amarnath yatra

করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়া আটকাতে এই মুহুর্তে অমরনাথ যাত্রার ওপর বেশ কিছু বিধি নিষেধ আরোপ করেছে কাশ্মীর সরকার। এইপরিস্থিতিতে অমরনাথ ধামের যাত্রা অনেক মানুষের পক্ষে অসম্ভব তাই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেব অমরনাথ আর তার আরতির অপূর্ব সুন্দর দৃশ্যের সাক্ষী রাখতে তা সম্প্রচার করবার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

 


সম্পর্কিত খবর