ICC প্রকাশ করল T20 র‍্যাঙ্কিং, প্রথম দশে নেই কোহলি-রোহিত! একজনই ভারতীয় রয়েছেন শীর্ষ ১০-এ

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বাবর আজম ৭ দিনের মধ্যে টি-টোয়েন্টিতে তার হারানো জায়গা ফিরে পেলেন। আবারও এই ফরম্যাটের নিজের পুরোনো জায়গা পেয়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম দুটি টি টোয়েন্টিতে শূন্য ও সাত রানে আউট হওয়া বাবর গত সপ্তাহে প্রকাশিত ব্যাটসম্যানদের টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে তৃতীয় স্থানে নেমে গিয়েছিলেন। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টিতে ৭৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন বাবর। এই ম্যাচে বাবর তার ওপেনার সঙ্গী মহম্মদ রিজওয়ানের সাথে প্রথম উইকেটে ১৫৮ রান যোগ করেন।

বাবরের এই ইনিংসের কারণেই ওয়েস্ট ইন্ডিজ-কে ৩ টি টোয়েন্টি সিরিজে দুর্দান্ত জয় পায় পাকিস্তান। এর ফলে তিনি টি টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ডেভিড মালানের সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন। উভয়ের সমান ৮০৫ রেটিং পয়েন্ট রয়েছে। ওয়ান ডে ফরম্যাটেও বাবর বর্তমানে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান।

Babar Azam and Mohammad Rizwan

৩ ম্যাচের মধ্যে ২টিতে অর্ধশতরান করেছেন তিনি। রিজওয়ানই একমাত্র ব্যাটসম্যান যিনি এই বছর টি-টোয়েন্টিতে ১০০০ রান করেছেন। তিনি ২৯ ম্যাচে ৭৩ গড়ে ১৩২৬ রান করেছেন। একটি শতরান ও ১২টি অর্ধ শতরান করেছেন তিনি। ভারতের সীমিত ওভারের দলের নতুন সহ-অধিনায়ক, লোকেশ রাহুল একমাত্র ভারতীয় হিসাবে প্রথম দশে আছেন। তিনি পাঁচ নম্বরে রয়েছেন।

এ বছর টি-টোয়েন্টিতে ২৯ ম্যাচে ১২৭ স্ট্রাইক রেটে ৯৩৯ রান করেছেন বাবর আজম। এ সময় তিনি একটি শতরান এবং ৯টি অর্ধ শতরান করেছেন। চলতি বছর টি টোয়েন্টিতে ৯৯টি চার ও ১৭টি ছক্কা মেরেছেন তিনি। চলতি বছরে টি টোয়েন্টিতে বাবর ও রিজওয়ানের জুটি সুপারহিট। তাদের জুটির সাফল্যের কারণে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে পাকিস্তান।


Reetabrata Deb

সম্পর্কিত খবর