হাতে দশ দিন সময়, তারপরই আর হবে না আধার আপডেট! জানুন কি বলছে UIDAI

   

বাংলা হান্ট ডেস্ক:হাতে আর মাত্র দশ দিন। বিনামূল্যে আধার কার্ড আপডেট (Aadhar Card Update) করার জন্য এটাই শেষ সুযোগ। এর আগে আধার কার্ড আপডেট করার সময়সীমা বাড়িয়ে করা হয়েছিল ২০২৪ সালে ১৪ই মার্চ। যা এবার বাড়িয়ে করা হয়েছে জুনের ১৪ তারিখ পর্যন্ত।তবে বিনামূল্যে আধার আপডেটের (Free Aadhar Update) এই  পরিষেবা এখন শুধু অনলাইনেই পাওয়া যাচ্ছে।

কিন্তু কেউ যদি আধার কেন্দ্রে গিয়ে আধার আপডেট করাতে চান তাহলে সে ক্ষেত্রে তাকে অতিরিক্ত ৫০ টাকা আপডেট চার্জ দিতে হবে। আধার কেন্দ্রে গেলে সেখান থেকেই আধারের নথি আপডেট করা যাবে।

আধার কার্ড আপডেটের জন্য প্রয়োজনীয় তথ্য:

আধার কার্ড আপডেট করতে গেলে গ্রাহকদের ডেমোগ্রাফিক ডেটা,ঠিকানা, জন্ম তারিখ, মোবাইল নম্বর ইত্যাদি দিতে হবে। তবে তার জন্য শুধু আধার কেন্দ্রে যেতে হবে। তবে যদি কেউ বায়োমেট্রিক ডেটা আপডেট করতে চান তাহলে তাকে আধার কেন্দ্রে গিয়েই তা করতে হবে।

আরও পড়ুন: এবার লক্ষ্য যুব! মাসে ২৫০০ টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার, জানুন কীভাবে পাবেন

বিনামূল্যে অনলাইনে আধার আপডেট করবেন কিভাবে?

অনলাইনে আধার আপডেট করার জন্য প্রথমে ইউডিআই এর অফিসার অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

এরপর সেখান থেকে আধার আপডেটের অপশনে ক্লিক করতে হবে।

কেউ যদি ঠিকানা আপডেট করতে চান তাহলে তাকে আপডেট ঠিকানা অপশন বেছে নিতে হবে।

পরবর্তী ধাপে আধারের সাথে যে মোবাইল নম্বর দেওয়া রয়েছে সেই মোবাইল নম্বর দিতে হবে।

এরপর ওই মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে,  সেই ওটিপি দেওয়ার পর ডকুমেন্ট আপডেটের অপশনটি ক্লিক করতে হবে।

এরপর আবেদনকারীর আধার কার্ড সম্পর্কিত  বিবরণ দেখতে পাওয়া যাবে।

aadhar card 12dd

এরপর, সমস্ত ডিটেল পরীক্ষা করে দেখতে হবে যদি সমস্ত তথ্য নির্ভুল হয় তাহলে সঠিক বাক্সে টিক দিতে হবে।

কিন্তু যদি কোনো ডেমোগ্রাফিক সংক্রান্ত ভুল তথ্য পাওয়া যায়, তাহলে ড্রপ-ডাউন মেনু থেকে সঠিক তথ্য নির্বাচন করে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবেন৷

এক্ষেত্রে থিটি JPEG, PNG এবং PDF আকারে আপলোড করা যেতে পারে।

এরপর আবেদনকারীর কাছে ১৪ অংকের URN নাম্বার আসবে।

এই নম্বর দিয়ে আধার আপডেটের প্রক্রিয়া ট্র্যাক করা যাবে।

আধার আপডেট কেন জরুরি?

ব্যাংক অ্যাকাউন্ট খোলা,সরকারি প্রকল্পের সুবিধা নেওয়া, সিম কার্ড কেনা, বাড়ি কেনা ইত্যাদি একাধিক গুরুত্বপূর্ণ সরকারি এবং বেসরকারি কাজের জন্য এখনকার দিনে আধার কার্ড অত্যন্ত প্রয়োজনীয় একটি পরিচয় পত্র। তাই  সব সময় আধার কার্ড আপডেটরাখা জরুরি। তা না হলে আটকে যাবে অনেক গুরুত্বপূর্ণ কাজ। তবে এখানে বলে রাখি যাদের আধার কার্ড ১০ বছরের বেশি পুরনো, তাদের  যত দ্রুত সম্ভব তা আপডেট করতে হবে। তবে দশ বছরের পুরনো আধার কার্ড যে বাতিল করে দেওয়া হবে সেকথা কিন্তু কোথাও বলা হয়নি। কিন্তু আধার আপডেট না করলে অনেক জরু কাজ আটকে যাবে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর