বাংলা হান্ট ডেস্ক : এ বার রেল কর্মচারী এবং ট্রেনের যাত্রীদের জন্য এক অভিনব পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় রেল৷ এ বার থেকে মাত্র দশ টাকার বিনিময়ে স্বাস্থ্য পরীক্ষার সুযোগ থাকবে৷ দেশের বিভিন্ন স্টেশনে হেলথ এটিএম কিয়স্ক তৈরি করার কথা ভাবছে ভারতীয় রেল৷ সেই উদ্দেশ্যে ইতিমধ্যেই হেল্থ এটিএম কিয়স্ক প্রথম বসানো হয়েছে দিল্লি ডিভিসনের ডিআরএম অফিসের সামনে৷ নর্দান রেলওয়ে ওমেন ওয়েলফেয়ার অর্গানাইজেশন বা এন আর ডাব্লিউ ডাব্লিউওর উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যদিও পরবর্তী কালে তাঁর রেল প্রোজেক্টের মধ্যে আনার চিন্তা ভাবনা রয়েছে ভারতীয় রেলের৷
7 অক্টোবর তারিখে যাত্রী এবং রেল কর্মচারীদের জন্য মাত্র দশ টাকার বিনিময়ে স্বাস্থ্য পরীক্ষার জন্য হেল্থ কিয়স্কের উদ্বোধন করেন ওই সংস্থার সভাপতি৷ জানা গিয়েছে যাত্রীরা ন্যূনতম ওই টাকা দিয়ে শরীরের ষোলোটি পরীক্ষা নিরীক্ষা করাতে পারবেন৷ অন্যদিকে ভারতীয় রেলের তরফ থেকে মহিলাদের সুরক্ষার জন্য একটি অ্যাপ চালু করা হয়েছে৷ ভারতীয় রেলের তরফ থেকে ওই অ্যাপটির নাম দেওয়া হয়েছে আই ওয়াজ এসওএস ফর ওম্যান৷ রেলওয়ে প্রোটেকশন ফোর্স এবং একটি বেসরকারি সংস্থার উদ্যোগে এই অ্যাপটি তৈরি করা হয়েছে৷ গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপ ডাউনলোড করা যাবে৷ ট্রেনের মধ্যে কোনও মহিলা যদি বিপদে পড়েন সেক্ষেত্রে সুরক্ষা দেবে এই অ্যাপ৷