বিরোধীদের হাঙ্গামার জেরে সংসদে ৭ দিনে ক্ষতি ৫০ কোটির উপরে, শান্তিপূর্ণ আলোচনা মাত্র ১২ ঘণ্টা

বাংলাহান্ট ডেস্কঃ বাদল অধিবেশনের দ্বিতীয় সপ্তাহ শেষ হতে চললেও, এখনও অবধি সংসদে শান্তি ভঙ্গের প্রক্রিয়া শেষ হয়নি। বিভিন্ন ইস্যুতে প্রতিদিনই কিছু না কিছু সমস্যা লেগেই রয়েছে অধিবেশনের অন্দরে। গত ১৯ শে জুলাই থেকে শুরু হয়ে ৯ দিন চলেছে এই অধিবেশন পর্বে। তবে এরই মধ্যে সরকারী কোষাগারের প্রায় ৫৩.৮৫ কোটি টাকার ক্ষতি হয়ে গিয়েছে।

হিসেব করে দেখা গেছে, গত ৭ দিনে লোকসভা মাত্র ৪ ঘণ্টা এবং রাজ্যসভা মাত্র ৮.২ ঘণ্টা শান্তিপূর্ণ ভাবে চলেছে। এর মধ্যে লোকসভার ৩৮ ঘন্টা এবং রাজ্যসভার ৩৩.৮ ঘণ্টা শুধু অশান্তিতেই নষ্ট হয়ে গেছে। যার দরুণ সরকারী কোষাগারের প্রায় ৫৩.৮৫ কোটি টাকা ব্যয় হয়েছে।

bbbbbbbbbbbbbbbbbbbbbb

যে বিষয়গুলো নিয়ে অশান্তির সূত্রপাত, তা হল-
নিশিকান্ত দুবে বনাম মহুয়া মৈত্রঃ বৃহস্পতিবার লোকসভায় বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে অভিযোগ করেছেন, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র তাঁকে ‘বিহারী গুন্ডা’ বলে অপমান করেছেন। আইটি বিষয়ক সংসদীয় কমিটির বৈঠকে মহুয়া মৈত্র এমন মন্তব্য করেছেন বলে দাবি করেছেন বিজেপি সাংসদ।

অন্যদিকে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে মহুয়া মৈত্র জানিয়েছেন, যে সময়ে মহুয়া মৈত্রের বিরুদ্ধে এমন অভিযোগ করা হয়েছে, সেই সময়ে আইটি বিষয়ক সংসদীয় কমিটির বৈঠকে কেউই ছিলেন না। তৃণমূল সাংসদের দাবী, যখন সেই সময় সেখানে কেউই ছিলেন না, তাহলে তিনি কেনই বা এমন কথা বলতে যাবেন। এই বিষয় নিয়ে হইচই শুরু হয়ে যায়।

অক্সিজেনের অভাবে মৃত্যু নয়ঃ করোনা আবহে দ্বিতীয় ঢেউ চলাকালীন একজনের অক্সিজেনের অভাবে মৃত্যু হয়নি, এমন বিষয় রাজ্যসভায় পেশ হতেই অশান্তির সৃষ্টি হয়।

cccccccccccccccccccccccccc

কৃষকদের সমস্যাঃ কেন্দ্র সরকারের প্রস্তাবিত নতুন কৃষি আইন নিয়ে বেশ কয়েক মাস ধরেই কৃষকরা আন্দোলন চালিয়ে যাচ্ছে। এই বিষয় নিয়েও সংসদে কৃষক আন্দোলনের বিরুদ্ধে বিক্ষোভ দেখা দেয়।

পেগাসাস ইস্যুঃ সম্প্রতি দিনে এই পেগাসাস ইস্যু একটি বড় সমস্যার আকার ধারণ করেছে। যা নিয়ে সংসদের সব থেকে বেশি সময় নষ্ট হয়েছে।

তৃণমূল সাংসদকে বরখাস্তঃ পেগাসাস ইস্যু নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক বিবৃতি পেশ করতে গেলে, সেই সময় তাঁর হাত থেকে কাগজ নিয়ে হাউসের মধ্যেই ছিঁড়ে ফেলে দিয়েছিলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। যা নিয়ে তীব্র হইচই বেঁধে যায় অধিবেশনের অন্দরে। এর পরবর্তীতে তৃণমূল সাংসদ শান্তনু সেনকে বাদল অধিবেশন থেকে বরখাস্তও করা হয়।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর