বাংলা ডেস্কঃ তীব্র আর্থিক সংকটে চলছিল Yes Bank। আর এই ব্য়াংকে রক্ষা করতে স্টেট ব্য়াংক অফ ইন্ডিয়া-র (SBI) -এর শরণাপন্ন হতে চলেছে কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, তীব্র সংকটে চলা এই ব্য়াংককে ১২,০০০(1200) কোটি থেকে ১৪,০০০(1400) কোটি টাকা মূলধন যোগানোর জন্য SBI-এর নেতৃত্বে ব্যাংকগুলির একটি কনসোর্টিয়াম গড়ার প্রস্তাব দিয়েছে রিজার্ভ ব্যাংক। বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে কেন্দ্রীয় সরকার।’
কেন্দ্রীয় সরকারের কাছে পেশ করা আরবিআইয়ের খসড়া প্রস্তাব অনুসারে, Yes Bank-কে রক্ষায় মোট ছ-টি ব্যাংকের কনসোর্টিয়াম তৈরির কথা বলা হয়েছে। ব্যাংকগুলির এক যুক্ত মঞ্চের নেতৃত্বে থাকবে এসবিআই। তবে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির হাঁড়ির হাল বেহাল। তারাই প্রবল মূলধনের সমস্যায় ভুগছে। এই পরিস্থিতিতে কনসোর্টিয়ামে SBI ছাড়া অন্যগুলি I
ICCI ব্যাংক, HDFC, কোটাক মাহিন্দ্রা ব্যাংক, ইন্ডাসইন্ড ব্যাংক এবং অ্যাক্সিস ব্যাংকের মতো বেসরকারি ব্যাংককে যুক্ত করার সম্ভাবনা। তবে সংকটাপন্ন ইয়েস ব্যাংকে টাকা ঢালার জন্য কোনও বেসরকারি ব্যাংককে জোর করতে পারে না রিজার্ভ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের তরফে তাদের কাছে শুধুমাত্র লগ্নির অনুরোধে করা হতে পারে।’ কোন পদ্ধতিতে ব্যাংকগুলির কনর্সোটিয়াম Yes Bank-কে পুঁজি ঢালবে, তা রূপরেখাও কেন্দ্রকে পেশ করা রিজার্ভ ব্য়াংকের খসড়া প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।
পাশাপাশি নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত ইয়েস ব্যাংক থেকে ৫০(50) হাজার টাকার বেশি তোলা যাবে না বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্য়াংক। ভিতরের নানা সমস্যা ও আর্থিক জটিলতার শুরু হলে তাঁর একটা বড় প্রভাব পড়বেই।