সিনেমাঘরে মুক্তি পেল রাধে, প্রথমদিনে বিক্রি হল মাত্র ৮৪টি টিকিট! মোট কালেকশন ৬ হাজার টাকা

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ সংক্রমণের গতি কমতেই মহারাষ্ট্রে আনলক প্রক্রিয়া শুরু হয়েছে। আর রাজ্যে সিনেমা হলগুলোকে খুলে দেওয়া হয়েছে। সিনেমা হল খোলার পরেই সলমন খানের নতুন মুভি ‘রাধে” প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। কিন্তু রাধেকে সিনেমা হলে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত লজ্জাজনক বলে প্রমাণিত হচ্ছে। প্রাপ্ত খবর অনুযায়ী, সলমন খানের নতুন সিনেমা দেখার জন্য মোট ৮৪টি টিকিট বিক্রি হয়েছিল। মোট ৬ হাজার ১৭ টাকার কালেকশন হয়েছে।

সলমন খানের রাধে ১৩ মে OTT প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল। দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে সিনেমাহলের বদলে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হয়। কিন্তু প্রথম থেকেই এই সিনেমা নিয়ে তুমুল ট্রল হয়। এমনকি সিনেমার রেটিংও অনেক কম হয়ে যায়।

গত ১১ জুন মহারাষ্ট্রের মালেগাঁও-এর ইনজয় ড্রাইভ-ইন সিনেমা হল আর ঔরঙ্গাবাদের সিনেপ্লেক্সে রাধে সিনেমা প্রদর্শন করানো হয়। মালেগাঁওয়ের সিনেমা হলে দুটি শো, আর ঔরঙ্গাবাদের সিনেমা হলে ৪টি শো হয়। মালেগাঁওয়ের সিনেমা হলে ৩ হাজার ৫৯৭ টাকার টিকিট বিক্রি হয় আর ঔরঙ্গাবাদের সিনেমাহলে ২ হাজার ৪২০ টাকার টিকিট বিক্রি হয়। এছাড়াও মালেগাঁও সিনেমা হলের দ্বিতীয় শো ক্যান্সেল করে দেওয়া হয়, কারণ ওই শো দেখার মতো একটিও দর্শক ছিল না।

X