বাংলাহান্ট ডেস্ক: ভারতের প্রতিটি নোটেই রিজার্ভ ব্যাঙ্কের নাম লেখা থাকে। এমনকী রিজার্ভ ব্যাঙ্কের (Reserve Bank of India) নাম লেখা না থাকলে সেই নোটটিকে বৈধ হিসেবেই ধরা যায় না। ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক হল রিজার্ভ ব্যাঙ্ক। দেশের প্রতিটি মুদ্রা ছাপার দায়িত্বে রয়েছে তারাই। এই কারণে তাদের নাম ছাড়া কোনও নোটকেই মান্যতা দেওয়া হয় না। রিজার্ভ ব্যাঙ্কের নাম ছাড়া নোট নিয়ে ঘুরলে আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কারণ সেটিকে একটি জাল নোট হিসেবে ধরা হবে।
কিন্তু জানলে অবাক হবেন, ভারতে এমন একটি নোট রয়েছে যার উপর রিজার্ভ ব্যাঙ্কের নাম নেই। কিন্তু সেটি সরকারি ভাবে অনুমোদিত! এটিকে নিয়ে ঘুরলে আপনার বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থাই নেওয়া হবে না। কারণ এটি সম্পূর্ণ আইনি। এটিকে জাল নোট হিসেবে ভাবাই হয় না। মাথা ঘুরে গেল? এমন একটি নোট সত্যিই প্রচলিত রয়েছে ভারতে।
ভারতে মুদ্রা ব্যবস্থার প্রচলনের ইতিহাস অনেকটাই পুরোনো। প্রাচীন সময়ে বিভিন্ন রাজার রাজ্যে বিভিন্ন রকমের মুদ্রা ছিল। সেই সময় মোহর ব্যবহারের রীতি ছিল। যদিও ইতিহাসবিদদের মতে, বর্তমান গোল মুদ্রার আদি রূপের প্রতিষ্ঠাতা ছিলেন সম্রাট শের শাহ সুরি। তাঁর রাজত্বকালেই ভারতে আধুনিক মুদ্রার আদি রূপ প্রচলিত হয়। তারপর থেকে পেরিয়ে গিয়েছে বহু শতাব্দী। এই মুহূর্তে ভারতে রিজার্ভ ব্যাঙ্ক অনুমোদিত মুদ্রাই প্রচলিত রয়েছে।
ভারতের যে মুদ্রার নোটে রিজার্ভ ব্যাঙ্কের নাম লেখা নেই সেটি হল ১ টাকার নোট। এই নোটের কোথাওই রিজার্ভ ব্যাঙ্কের নাম অবধি লেখা নেই। এমনকী সেখানে সই নেই রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরেরও। এমন হওয়ার পিছনে রয়েছে এক অসাধারণ ইতিহাস। ১৯১৭ সালে ভারতে ১ টাকার নোট ছাপা শুরু হয়। তারপর ১৯২৬ সালে এই নোট ছাপানো বন্ধ করে দেওয়া হয়। তারপর বহু বছর বন্ধ থাকার পর ফের ১৯৪০ সালে শুরু হয় নোট ছাপানো।
প্রথমবার যখন ১ টাকার নোট ছাপানো শুরু হয়, সেই সময় রিজার্ভ ব্যাঙ্কের সৃষ্টিই হয়নি। অর্থাৎ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের জন্মের আগে থেকেই ১ টাকার নোট ভারতে প্রচলিত। সেই নোটটি জারি করেছিল ব্রিটিশ সরকার। স্বাধীন ভারতের সরকার এই নোট জারিই করেনি। তাই এতে রিজার্ভ ব্যাঙ্কের কোনও উল্লেখই পাওয়া যায় না। এই নোটই আজও চলে আসছে ভারতে। তবে ১৯৪০ সালের নোট নয়, আধুনিক ভারতেও এই ১ টাকার নোট ছাপানো হয়। কিন্তু রিজার্ভ ব্যাঙ্কের অধীনস্থ হয়নি এই নোট। আজও ভারত সরকারেরই মালিকানা রয়েছে এই নোটের উপর। তাই ১ টাকার নোটে ‘গভর্নমেন্ট অফ ইন্ডিয়া’ লেখা থাকে।