‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে পারে একমাত্র মোদিই’, প্রধানমন্ত্রীকে প্রশংসায় ভরিয়ে দিয়ে দাবি ফারুক আবদুল্লার

বাংলাহান্ট ডেস্ক : সম্প্রতি ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ বৈঠকে (G20 Summit) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) সহ ভারতীয় প্রতিনিধি দলের ভূয়সী প্রশংসা করেছে অংশগ্রহণকারী দেশগুলির রাষ্ট্রপ্রধানরা। এদিকে, জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লা (Farooq Abdullah) মন্তব্য করলেন, রুশ-ইউক্রেন যুদ্ধ এবার থামানো দরকার। এই যুদ্ধের ফলে বিশ্বের মারাত্মক ক্ষতি হচ্ছে। এবং এই যুদ্ধ একমাত্র নরেন্দ্র মোদিই বন্ধ করতে পারেন বলে মনে করেন তিনি।

এদিন ফারুক আবদুল্লা (Farooq Abdullah) বলেন, ‘আমি মনে করি, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এই ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন।’ এমনকি, ফারুক ইন্দোনেশিয়ায় জি-২০ বৈঠকে মোদির ভূমিকার প্রশংসাও করেন। ওই বৈঠকের সাফল্যের প্রেক্ষাপটে ফারুক মনে করেন, যুদ্ধ থামাতে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে বোঝাপড়া গড়ে তুলতে পারেন একমাত্র মোদিই।

হঠাৎ এমন কথা কেন বলছেন কাশ্মীরের এই রাজনীতিবিদ? (Farooq Abdullah)। বিশেষ সূত্রে খবর, আবদুল্লাহ ভারত-পাক আলোচনা অবিলম্বে শুরু করার পক্ষপাতি। শুধু তিনিই নন, কাশ্মীরের সমস্ত রাজনৈতিক দলই চায় সন্ত্রাস বন্ধ হোক। খুলে দেওয়া হোক দু দেশের দুয়ার। কিন্তু কেন্দ্রীয় সরকার নারাজ। কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ দিন পনেরো আগে কাশ্মীরে গিয়ে বলে আসেন, কেন্দ্র কাশ্মীরের যুবকদের সঙ্গে কথা বলতে চায় পাকিস্তানের সঙ্গে নয়। এর জবাবে ফারুক গতকাল বলেন, কাশ্মীরের যুবকদের সঙ্গে তো আমাদের কোনও শত্রুতা নেই। আছে পাকিস্তানের সঙ্গে। আলোচনায় সব মিটে যেতে পারে।

রাজনৈতিক বিশেষজ্ঞ মহল মনে করছে ভারত-পাক আলোচনা নিয়ে কেন্দ্রের উপর চাপ সৃষ্টি করতেই করতেই রুশ-ইউক্রেনের শান্তি আলোচনায় মোদি ভূমিকা রাখতে পারেন বলে আগে থেকেই তাঁর প্রশংসা করছেন এই অভিজ্ঞ কাশ্মীরি নেতা। তিনি এই মন্তব্য করে বোঝাতে চেয়েছেন, মোদির কূটনৈতিক কুশলতা বেশ ভালোই।

তবে শুধু ফারুক নন, কূটনৈতিক মহলেও হালে প্রধানমন্ত্রী মোদির ভূমিকা প্রশংসীত হয়েছে। সম্প্রতি সমরকন্দে এক আন্তর্জাতিক সম্মেলনে পুতিনকে ভারতের প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক আলোচনায় সরাসরি বলেন, এখন যুদ্ধ করার সময় নয়। রাশিয়ার উচিত করোনা মহামারী পরবর্তী বিশ্ব পরিস্থিতি মাথায় রাখা।

Sudipto

সম্পর্কিত খবর