ল্যাব টেকনিশিয়ান পদে নিয়োগ করা হচ্ছে শুধুমাত্র মুসলিমদের, অভিযোগ তুলে প্রতিবাদে সরব অর্জুন সিং

বাংলাহান্ট ডেস্কঃ বাংলার (West bengal) তথা ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং (Arjun Singh) বহুবার নানা বিতর্কিত মন্তব্যরে জেরে সংবাদের শিরোনামে উঠে এসেছেন। এমনি তাঁর সেই সকল মন্তব্যের জেরে বারংবার তিনি বিরোধীদের আক্রমণেরও শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

প্রতিবাদী অর্জুন সিং
কখনও শাসক দলের নেওয়া সিদ্ধান্তের বিরোধীতা করে, তো আবার কখনও উচ্চস্বরে মাইক বাজিয়ে আজানের আওয়াজ বন্ধ করা নিয়ে কোর্টে মামলা, সবেতেই এগিয়ে রয়েছেন তিনি। তবে এবার নদিয়ার (Nadia) একটি বিষয়ে আবারও সরব হলেন বিজেপি সাংসদ অর্জুন সিং। নদিয়ার ব্লাড ব্যাঙ্কে ল্যাব টেকনিশিয়ানে শুধুমাত্র মুসলিমদেরকেই বহাল করা হচ্ছে। এই ঘটনার প্রতিবাদে এবার মুখ খুললেন অর্জুন সিং।

ARJUN SINGH

মুসলিম তোষণের অভিযোগ মমতার বিরুদ্ধে
‘নদীয়ায় শুধুমাত্র মুসলমানদের ল্যাব টেকনিশিয়ান পদে বহাল করার বিষয়টি একটি জল্পনা। মমতা সরকার কেবলমাত্র মুসলিম জনগণকে অস্ত্র হিসাবে ব্যবহার করে নিজের ভোট ব্যাংককে শক্তিশালী করতে চাইছে। শুধুমাত্র ৩০ শতাংশ মুসলিম তাঁদের পক্ষে থাকলেও, বাকি ৭০ শতাংশ মানুষ তাঁদের বিপক্ষেই রয়েছে’- একথা সাফ জানিয়ে দিলেন দিলেন তিনি।

new 62

অবহেলিত হচ্ছে মানুষজন
নদিয়ার ব্লাড ব্যাঙ্কে ল্যাব টেকনিশিয়ানে যে ২২ জন মুসলিম নিযুক্ত করা হয়েছে তাঁদের সকলকেই ওবিসির আয়ত্তায় নিয়োজিত করা হয়েছে। যা নিয়েও অনেক প্রশ্ন উঠেছে। সেই সঙ্গে অর্জুন সিং আরও বলেছেন, বাংলায় সংখ্যা গরিষ্ঠ মানুষদের উপর অত্যাচার চালানো হচ্ছে। এই ঘটনা প্রকাশ্যে এসেছে বলে জানা গেছে। এরকম আরও কত ঘটনা মানুষের অগোচরেই রয়ে যায়।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর