বাড়ি বসেই বই দেখে দেওয়া যাবে পরীক্ষা! করোনা আবহে রাজ্যে নতুন ব্যাবস্থার জল্পনা

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (partha Chattopadhyay) ও রাজ্যের সমস্ত বিশ্বিবদ্যালয়ের উপাচার্যদের মিলিত সিদ্ধান্তে ঠিক হয়েছে আগামী ১ থেকে ১৮ অক্টোবর সময়ের মধ্যে সমস্ত বিশ্ববদ্যালয় তাদের স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ফাইনাল পরীক্ষা নেবে। কিন্তু এব্যাপারে ঠিক কোন পদ্ধতিতে পরীক্ষা হবে তা নির্দিষ্ট করে দেয় নি রাজ্য। এই সিদ্ধান্ত ছেড়ে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়গুলির ওপর।

এই পরিস্থিতিতে অনলাইন না অফলাইন কিভাবে হবে পরীক্ষা তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। এই জল্পনায় উঠে আসছে নতুন একটি পরীক্ষা পদ্ধতি। সূত্র থেকে জানা যাচ্ছে, রাজ্যে এবার চালু হতে পারে ‘ওপেন বুক এক্সাম’ পদ্ধতি অর্থাৎ বাড়িতে বসে বই দেখেই পরীক্ষা দিতে পারবে পড়ুয়ারা।

প্রসঙ্গত, ম্যাকাউট ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় জানিয়েছে তাদের পরীক্ষা পদ্ধতি সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী। তাই এই দুই বিশ্ববিদ্যালয় নতুন করে পরীক্ষা নেবে না। অন্যদিকে যাদবপুর, রায়গঞ্জ, বিদ্যাসাগরের মত বিশ্ববিদ্যালয়গুলিতে রেজাল্ট বের হয়ে যাওয়ার পরও নেওয়া হবে নতুন করে পরীক্ষা।

করোনা পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, পরীক্ষা না নিয়ে কোনো ছাত্রকেই পাশ করানো যাবে না। সেই মতই ইউজিসি বা ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন প্রতিটি রাজ্যকে নির্দেশ পাঠিয়েছিল সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা ব্যাবস্থা সম্পূর্ণ করতে।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছিলেন, সেপ্টেম্বরে কোনো পরীক্ষা হবে না রাজ্যে। সেই মতই এবার অক্টোবরে পরীক্ষার দিনক্ষণ ঘোষনা করল রাজ্য।

রাজ্য সরকারের তরফে UGC কে লিখিত চিঠিতে জানানো হবে, সেপ্টেম্বরে করোনার কারনে রাজ্যে পরীক্ষা নেওয়া সম্ভব নয়। তার বদলে অক্টোবরে পরীক্ষা নেবে রাজ্য।

 

X