গুলির শব্দে কেঁপে উঠল স্বর্ণমন্দির! সাতসকালে পাঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর উপর হামলা

বাংলা হান্ট ডেস্কঃ বুধবার সাত সকালে গুলির শব্দে কেঁপে উঠল পাঞ্জাবের (Punjab) স্বর্ণমন্দির। আচমকাই মন্দিরে উপস্থিত শিরোমণি অকালি দলের নেতা তথা পাঞ্জাবের (Punjab) প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলের উপরে গুলি চালায় এক দুষ্কৃতী। সূত্রের খবর স্বর্ণমন্দিরের গেটেই এই হামলা চালায় ওই দুষ্কৃতী।

পাঞ্জাবের (Punjab) স্বর্ণমন্দিরে চলল গুলি

এদিন ধর্মীয় শাস্তির কারণে স্বর্ণমন্দিরের বাইরে পাহারা দেওয়ার কাজ করছিলেন সুখবীর। হঠাৎ করে ভীড়ের মধ্যে থেকেই ধীরে ধীরে সুখবীরের দিকেই  এগিয়ে আসে ওই দুষ্কৃতী। চোখের পলকে বন্দুক বার করেই হামলা চালায় সে। যদিও সঙ্গে সঙ্গে মন্দির চত্বরে উপস্থিত জনগণের হাতেই ধরা পরে যায় সে।

অন্যদিকে মন্দির কর্তৃপক্ষ-ও দ্রুত পদক্ষেপ করেছে বলে খবর। এছাড়া কাছাকাছিই ছিলেন অকালি দলের নেতারাও। তাঁদের তৎপরতায় দ্রুত ধরে ফেলা  হয় আততায়ীকে। জানা যাচ্ছে, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর সিং নিরাপদেই রয়েছেন।

আরও পড়ুন: তলানিতে নারী-নিরাপত্তা! কর্মস্থলে যৌন হেনস্থা রুখতে এবার বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে ওই হামলাকারী সম্পর্কে মিলেছে এক চাঞ্চল্যকর তথ্য। জানা যাচ্ছে নারাইন সিং চৌরা নামের ব্যক্তি নাকি বাব্বর খালসা ইন্টারন্যাশনালের প্রাক্তন জঙ্গি। ১৯৮৪ সালে সে পাকিস্তানে চলে গিয়েছিল সে। সেখান থেকে অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক চালান দিত পাঞ্জাবে। ওই জঙ্গি নাকি গেরিয়া যুদ্ধ নিয়ে একটি বইও লিখেছে।

 

পাঞ্জাবের জেল খাটা আসামিদের তালিকায় নাম রয়েছে তার। বুরালি জেলভাঙা মামলা অভিযুক্ত ছিল নারাইন। এদিন হামলার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন শিরোমণি অকালি দলের প্রাক্তন সাংসদ নরেশ গুজরাল। এই হামলার তীব্র নিন্দা করে সংবাদমাধ্যমে তিনি বলেছেন, ‘আমাদের দল বার বার বলে এসেছে পাঞ্জাবের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। দেখতেই পাচ্ছেন স্বর্ণমন্দিরে কীভাবে হামলা চালানো হয়েছে! ঈশ্বরকে ধন্যবাদ সুখবীর সিং বাদলের কোনও ক্ষতি হয়নি।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর