ভারতে এসে বিশ্বের সবথেকে বড়ো ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন করবেন ডোনাল্ড ট্রাম্প, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী মোদী

বাংলাহান্ট ডেস্কঃ জল্পনা কল্পনাকে পিছনে ফেলে এক বৃহত্তর অনুষ্ঠানের মুখোমুখি হতে চলেছে আমেদাবাদ(Ahmedabad) সহ গোটা ভারতবাসী (indian)। আগামী ২৪ সে ফেব্রুয়ারী আমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়ামে (Sardar Patel Stadium) আয়জিত হতে চলেছে ‘কেমছ ট্রাম্প’ অনুষ্ঠান। লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হতে চলেছে এই অনুষ্ঠানে, যেখানে গোটা ভারতবাসীর সামনে নিজের বক্তব্য রাখতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প (Donald John Trump)।

Modi trump 1

গত সেপ্টেম্বরে আমেরিকায় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে হোস্টনের NRG স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল ‘হাউডি মোদী’। সেখানে প্রায় ৫০০০০ জন ভারতীয় এবং আমেরিকান অধিবাসী উপস্থিত ছিল। তবে এবারে ট্রাম্পকে সম্মান জানানোর জন্য এই অনুষ্ঠান আয়োজনের পরিক্লপনা করা হয়েছে সর্দার প্যাটেল স্টেডিয়ামে। অস্ট্রেলিয়ার বৃহত্তম স্টেডিয়াম মেলবোর্নের থেকেও এটি আকারে বৃহত। এখানে একসঙ্গে প্রায় ১.১০ লক্ষ মানুষ আসন গ্রহণ করতে পারবে। এবারে এত প্রচুর পরিমাণে মানুষের সমাগমের বিষয়টা ভেবেই অবাক হয়ে যাচ্ছেন ট্রাম্প।

এই ‘কেমছো ট্রাম্প’ অনুষ্ঠানে প্রবেশ করবার আগে আমেদাবাদের এয়ারপোর্ট একটি রোড শোয়ের মাধ্যমে ভারত প্রধানমন্ত্রী মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সবরমতী আশ্রমে যাবেন। সেখানে গিয়ে তাঁরা মহাত্মা গান্ধীর উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করবেন।

আমেদাবাদের এয়ারপোর্ট থেকে সবরমতী আশ্রম অবধি দীর্ঘ এই ১০ কিমি রাস্তা রোড শো চলবে বলে জানা গিয়েছে। ট্রাম্পের উদ্দেশ্যে আয়োজিত এই অনুষ্ঠান খুবই সুমধুর হবে বলে মনে করা হচ্ছে। বন্ধুত্বপূর্ণ এই সমাবেশের মাধ্যমে ইন্দো-আমেরিকার সম্পর্ক আরও জোরালো হবে বলে আশ করা যাচ্ছে। অধিবেশনে যাতে কোন সমস্যা না হয়, সেদিকেও জোরালো নজর রাখা হচ্ছে সরকারি পক্ষ থেকে।

সম্পর্কিত খবর